ঢাকা ০১:০৩ অপরাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

নারী ইউপি সদস্যের হাত-পা ভেঙে দিল প্রতিপক্ষের লোকজন

নাটোরের সিংড়া উপজেলার তাজপুর ইউনিয়ন পরিষদের ১ নম্বর সংরক্ষিত আসনের সাবেক ইউপি সদস্য মনোয়ারা বেগমকে (৪৫) রড দিয়ে পিটিয়ে হাত ও পা ভেঙে দিয়েছে প্রতিপক্ষের লোকজন।

রোববার সকাল ১০টায় উপজেলার খরসতি এলাকায় প্রতিপক্ষ খেজের আলীর নেতৃত্বে রাজু, সোহাগ ও তারেকসহ কয়েকজন দুর্বৃত্ত লোহার রড দিয়ে পিটিয়ে আহত করে পালিয়ে যায়। পরে তাকে রক্তাক্ত জখম অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

হাসপাতালে আহত মনোয়ারা বেগম বলেন, পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষ খেজের আলীর নেতৃত্বে কয়েকজন মোটরসাইকেল আরোহী হঠাৎ তাকে লোহার রড ও পাইপ দিয়ে বেধড়ক পেটানো শুরু করেন। পরে তাকে অচেতন অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। তিনি আর কিছু বলতে পারবেন না।

সিংড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এএসএম আলমাস বলেন, আহতের বাম পা ও ডান হাত ফ্র্যাকচার এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্নসহ হাসপাতালে আনা হয়। পরে জরুরি বিভাগে চিকিৎসা দিয়ে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে অভিযুক্ত খেজের আলীর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

সিংড়া থানার ওসি আবুল কালাম বলেন, শনিবার আত্রাই এলাকার খেজের আলী নামে এক নেতাকে প্রকাশ্যে স্থানীয় একটি বাজারে পায়ের স্যান্ডেল দিয়ে মারধর করেন মনোয়ারা বেগম। এরই জের ধরে প্রতিপক্ষরা ওই নারী সদস্যকে মারধর করেছেন শুনেছি। তবে হাত-পা ভেঙেছে কিনা জানা নেই। এখন পর্যন্ত কোনো অভিযোগ থানায় আসেনি।

 

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নারী ইউপি সদস্যের হাত-পা ভেঙে দিল প্রতিপক্ষের লোকজন

আপডেট সময় ১১:৫২:৪৭ অপরাহ্ন, রবিবার, ৩০ জুন ২০২৪

নাটোরের সিংড়া উপজেলার তাজপুর ইউনিয়ন পরিষদের ১ নম্বর সংরক্ষিত আসনের সাবেক ইউপি সদস্য মনোয়ারা বেগমকে (৪৫) রড দিয়ে পিটিয়ে হাত ও পা ভেঙে দিয়েছে প্রতিপক্ষের লোকজন।

রোববার সকাল ১০টায় উপজেলার খরসতি এলাকায় প্রতিপক্ষ খেজের আলীর নেতৃত্বে রাজু, সোহাগ ও তারেকসহ কয়েকজন দুর্বৃত্ত লোহার রড দিয়ে পিটিয়ে আহত করে পালিয়ে যায়। পরে তাকে রক্তাক্ত জখম অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

হাসপাতালে আহত মনোয়ারা বেগম বলেন, পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষ খেজের আলীর নেতৃত্বে কয়েকজন মোটরসাইকেল আরোহী হঠাৎ তাকে লোহার রড ও পাইপ দিয়ে বেধড়ক পেটানো শুরু করেন। পরে তাকে অচেতন অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। তিনি আর কিছু বলতে পারবেন না।

সিংড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এএসএম আলমাস বলেন, আহতের বাম পা ও ডান হাত ফ্র্যাকচার এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্নসহ হাসপাতালে আনা হয়। পরে জরুরি বিভাগে চিকিৎসা দিয়ে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে অভিযুক্ত খেজের আলীর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

সিংড়া থানার ওসি আবুল কালাম বলেন, শনিবার আত্রাই এলাকার খেজের আলী নামে এক নেতাকে প্রকাশ্যে স্থানীয় একটি বাজারে পায়ের স্যান্ডেল দিয়ে মারধর করেন মনোয়ারা বেগম। এরই জের ধরে প্রতিপক্ষরা ওই নারী সদস্যকে মারধর করেছেন শুনেছি। তবে হাত-পা ভেঙেছে কিনা জানা নেই। এখন পর্যন্ত কোনো অভিযোগ থানায় আসেনি।