বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সুবর্ণজয়ন্তী উদযাপন করেছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ কাতার শাখা। স্থানীয় সময় শুক্রবার (১১ নভেম্বর) রাতে কাতারের রাজধানী দোহা ওল্ড গানম ম্যাজেস্টিক হোটেলে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সিনিয়র সহ সভাপতি কাজী আশরাফ হোসাইনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফয়েজ আহমেদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির এক নম্বর সহ সম্পাদক এম সাইফুল আলম।
সভায় আরও বক্তব্য রাখেন কাতার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু রায়হান, সহ সভাপতি আব্দুল জলিল, সহ সভাপতি মাহবুবর রহমান চৌধুরী বাবু, কাতার আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ নুর, কাতার যুবলীগের সহ সভাপতি শামসুল ইসলাম, সহ সভাপতি আলাউদ্দিন আলী, সহ সভাপতি আতিকুল মাওলা মিঠু, সহ সভাপতি খাইরুল বাসার, সহ সভাপতি আতিক উল্ল্যাহ ফারুক, যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল আহমেদ পাটোয়ারী, যুগ্ম সাধারণ সম্পাদক এ এইচ মামুন, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন আজাদ, সাংগঠনিক সম্পাদক টিপন বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক শুয়াইব আহমদ, উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক দীপক মল্লিক, কাতার বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি আকবর হোসেন বাচ্চু, কাতার বঙ্গবন্ধু প্রজন্ম লীগের সভাপতি রহিম পারভেজ প্রমুখ।
বক্তারা বলেন, ১৯৭২ সাল থেকে ২০২২ সাল এই ৫০ বছরে বাংলাদেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে আওয়ামী যুবলীগ রাজপথে অগ্রণী ভূমিকা পালন করেছে।