রাশিয়ায় পানিতে ডুবে চার ভারতীয় শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তার ভলখভ নদীতে ডুবে মারা গেছেন। এ ঘটনার পর সতর্কতা জারি করেছে দেশটিতে অবস্থিত ভারতীয় দূতাবাস। খবর এনডিটিভির।
মস্কোতে অবস্থিত ভারতীয় দূতাবাস জানিয়েছে, দুর্ভাগ্যবশত মাঝে মাঝেই পানিতে ডুবে শিক্ষার্থীদের মৃত্যুর ঘটনা ঘটছে। এ বছর এমন ঘটনায় এখন পর্যন্ত চার ভারতীয় শিক্ষার্থী প্রাণ হারালো।
দূতাবাসটি একটি পরিসংখ্যানও প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়েছে, ২০২৩ সালে দুইটি ও ২০২২ সালে ছয়টি দুর্ঘটনা ঘটে।
এক্সের একটি পোস্টে ভারতীয় দূতাবাস আরও বলেছে, ‘আমরা যত তাড়াতাড়ি সম্ভব মৃতদেহগুলি স্বজনদের কাছে পাঠানোর জন্য কাজ করছি। ’