‘টেকেরহাট পোর্ট স্থল কাম নদী ফায়ার স্টেশন’-এর উদ্বোধন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
বুধবার (৯ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফায়ার স্টেশনটির উদ্বোধন করেন। এ সময় সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী মো. শাজাহান খান এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব মো. আবদুল্লাহ আল মাসুদ চৌধুরী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথিকে গার্ড অব অনার প্রদান করা হয়। অভিবাদন গ্রহণের পর স্বরাষ্ট্রমন্ত্রী উদ্বোধন ফলক উন্মোচন করেন। এরপর বেলুন ওড়ান।