রাজধানীর মতিঝিলে রেলওয়ে অফিসার্স কোয়াটারের বিপরীত পাশে রাস্তার ফুটপাত থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৯ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মতিঝিল থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. আমিনুল ইসলাম বলেন, আমরা খবর পেয়ে মতিঝিলে রেলওয়ে অফিসার্স কোয়ার্টারের বিপরীত পাশে রাস্তার ফুটপাত থেকে এক ব্যক্তিকে উদ্ধার করি। তাকে ইসলামী ব্যাংক হাসপাতালে নিয়ে গেলে অবস্থার অবনতি হলে পরে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, আমরা ওই এলাকার লোকজনের মুখে জানতে পারি নিহত ব্যক্তি ওই এলাকায় ভবঘুরে হিসেবে ছিল। আমরা এখনো তার পরিচয় শনাক্ত করতে পারিনি। আমরা ক্রাইমসিনকে খবর দিয়েছি ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তার নাম পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।