প্রবাসীদের ডিজিটাল ব্যাংকিং সেবা প্রদানের লক্ষ্যে সোনালী ব্যাংক লিমিটেড এবং জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
মঙ্গলবার বিএমইটির সম্মেলন কক্ষে দুই প্রতিষ্ঠানের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়। বিদেশে কর্মসংস্থানের লক্ষ্যে গমনেচ্ছুদের পূর্ণাঙ্গ ডিজিটাল ব্যাংকিং সেবা প্রদানসহ সোনালী ব্যাংক লিমিটেডের অনলাইন সেবার মাধ্যমে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর যাবতীয় ফি-চার্জ আদায়করণের লক্ষ্যে এ চুক্তি স্বাক্ষরিত হয়।
চুক্তিতে সোনালী ব্যাংকের পক্ষে স্বাক্ষর করেন জেনারেল ম্যানেজার সুভাষ চন্দ্র দাস এবং জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর পক্ষে স্বাক্ষর করেন পরিচালক (প্রশাসন ও অর্থ) মো. জাকির হোসেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিএমইটির মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. শহীদুল আলম, সোনালী ব্যাংক লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নিরঞ্জন চন্দ্র দেবনাথ প্রমুখ উপস্থিত ছিলেন।
এ চুক্তির ফলে বাংলাদেশ থেকে বিদেশে গমনেচ্ছুরা তাদের সকল ব্যাংকিং সেবা সোনালী ব্যাংকের অনলাইন সেবার মাধ্যমে গ্রহণ করতে পারবেন এবং বিদেশ থেকে তাদের কষ্টার্জিত রেমিট্যান্স দ্রুত সময়ের মধ্যে সোনালী ব্যাংকের যে কোনো শাখায় পাঠাতে পারবেন।