ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কবলে পড়ে ভারতীয় জলসীমায় ডুবে যাওয়া নৌকা থেকে উদ্ধার করা ৪০ বাংলাদেশি জেলেকে দেশে প্রত্যাবর্তন করা হয়েছে। আরও ২৬ জেলেকে শিগগিরই দেশে প্রত্যাবর্তন করা হবে।
মঙ্গলবার (১ নভেম্বর) ৪০ জেলেকে দেশে প্রত্যাবর্তন করার তথ্য জানায় কলকাতার বাংলাদেশ ডেপুটি হাইকমিশন। হাইকমিশন জানায়, গত ১৯ আগস্ট ঘূর্ণিঝড়ের কবলে পড়ে ডুবে যাওয়া নৌকার ৯০ জেলের মধ্যে মঙ্গলবার প্রথম পর্যায় ৪০ জনকে দেশে প্রত্যাবর্তন করা হয়েছে।
যাদের ভারতীয় কোস্ট গার্ড এবং পশ্চিমবঙ্গ ইউনাইটেড ফিশারমেন অ্যাসোসিয়েশনের স্থানীয় জেলেরা সমুদ্র থেকে উদ্ধার করেছিল। ডেপুটি হাইকমিশন এসব জেলেদের বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট স্থানীয় প্রশাসনের কাছে হস্তান্তর করেছে। দ্বিতীয় পর্যায়ে ২৬ জেলেকে শিগগিরই প্রত্যাবর্তন করা হবে।