গত ৩০ই আগষ্ট ২০২৩ দুপুর অনুমান ০২.০০ ঘটিকার সময় বরুন ভৌমিক নয়ন দক্ষিনপাড়া ওয়ার্ড নং ০৪, সাভার, ঢাকা এর বশতবাড়ীর চতুর্থ তলার মন্দির এর ভিতর হতে বিভিন্ন ধরনের মূর্তি অজ্ঞাতনামা আসামী সু- কৌশলে জানালা ভেঙ্গে চুরি করে নিয়ে যায়।
বরুন ভৌমিক নয়ন নিজে বাদী হয়ে গত ইংরেজী ০৩/০৯/২০২৩তারিখ সাভার মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন। যার পরিপ্রেক্ষিতে সাভার মডেল থানার মামলা নং ১২, তারিখ- ০৩/০৯/২০২৩, ধারা-৪৫৪/৩৮০ পেনাল কোড রুজু হয়। মামলাটি এসআই মোঃ মাহমুদুল হাসানকে তদন্তভার দেওয়া হয়। ঢাকা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ আসাদুজ্জামান, পিপিএম (বার) মহোদয়ের দিক- নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম, অপস্ ও ট্রাফিক (উত্তর), অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) ও সাভার মডেল থানার অফিসার ইনচার্জের নির্দেশনায় মামলাটি তদন্তকারী কর্মকর্তা এসআই মোঃ মাহমুদুল হাসানের একটি চৌকশ টিম সাভার মডেল থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া সিসি টিভি ফুটেজ এর সহায়তায় আসামী ১। নির্মল (২৫), পিতা-নিতাই, সাং-কাতলাপুর, সাভার, ঢাকাকে শনাক্ত পূর্বক গ্রেফতার করিয়া তার স্বীকারোক্তি মোতাবেক আসামী ২। মোঃ আমির হোসেন ব্যাপারী (৫৫), পিতা- মৃত জাবেদ আলী ব্যাপারী, সাং- মজিদপুর, সাভার, ঢাকাকে গ্রেফতার করিয়া সাভার থানাধীন শহিদ হাওলাদার পিতা-মৃত ইউসুফ হাওলাদার সাং-বেলু মিয়ার চর, থানা-ভোলা সদর, জেলা-ভোলা, এ/পি- রশিদ কাউন্সিলরের বাসার ভাড়াটিয়া, আইচ নোয়াদ্দা, থানা- সাভার, জেলা ঢাকাকে গ্রেফতার করিয়া তাদের দেখানো মতে আসামী আমিরের দোকান ও শহিদের বাড়ি থেকে নিম্নোক্ত মালামাল উদ্ধার করে।
নগদ ২,০০০/-টাকাসহ সর্বমোট ১,৯৯,৫০০/-টাকার বিভিন্ন মুর্তিসহ স্বর্ণালঙ্কার, অন্যান্য মালামাল ও নগদ টাকা উদ্ধার করে।