বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিও আপিল কমিটির সভার তারিখ পিছিয়েছে। আগামী রোববার (৩০ অক্টোবর) সভাটি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সেটি পরিবর্তন করে মঙ্গলবার (১ নভেম্বর) নেওয়া হয়েছে।
গত বৃহস্পতিবার (২৭ অক্টোবর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বেসরকারি মাধ্যমিক-৩ শাখা থেকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এতে স্বাক্ষর করেছেন উপসিচব সোনা মনি চাকমা।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবলকাঠামো ও এমপিও নীতিমালা-২০২১ এর ২০ অনুচ্ছেদ অনুযায়ী এমপিও আপিল কমিটির সভা মাধ্যমিক-২ শাখার অতিরিক্ত সচিব আ ন ম আল ফিরোজ এর সভাপতিত্বে আগামী রোববার বেলা ১১টার পরিবর্তে ১ নভেম্বর বেলা ১১টায় বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরোতে (ব্যানবেইস) অনুষ্ঠিত হবে।