গত ২৪ ঘণ্টায় দেশের কোথাও কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি। এরপরও কমেছে তাপমাত্রা। শনিবার (২৯ অক্টোবর) সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায়। যা শুক্রবার (২৮ অক্টোবর) ছিল ১৮.২ ডিগ্রি সেলসিয়াস।
শনিবার (২৯ অক্টোবর) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক ঢাকা পোস্টকে এ তথ্য জানান।দেশের সার্বিক আবহাওয়ার বিষয়ে তিনি বলেন, ‘আমাদের সকাল ৬টায় প্রায় ৩ কিলোমিটার ভিজিবিলিটি ছিল (তিন কিলোমিটার পর্যন্ত দেখা গেছে)। আবহাওয়ার মেথড অনুযায়ী এক কিলোমিটারের নিচে ভিজিবিলিটি হলে তখন কুয়াশা বলা হয়। দেশের কোথাও এখন এক কিলোমিটারের নিচে ভিজিবিলিটি আসেনি।’ এটাকে কুয়াশা বলা যাবে না বলে উল্লেখ করেন তিনি।
এর কারণ ব্যাখ্যায় তিনি বলেন, ‘এটা হওয়ার কারণ হলো ঘূর্ণিঝড় সিত্রাং যাওয়ার পর তাপমাত্রা ওঠানামা করছে। বিশেষ করে রাতের তাপমাত্রা এখন কমে যাচ্ছে। তাপমাত্রা বেশি কমে গেলে আবহাওয়ার জলীয়বাষ্প বাতাস ধরে রাখতে পারে না, ছেড়ে দেয়। তখন জলীয়বাষ্পের কণাগুলো চোখের ভিজিবিলিটি কমিয়ে দেয়।’
শীত প্রসঙ্গে তিনি বলেন, ‘আবহাওয়ায় শীতের ভাব থাকলেও এটাকে শীত বলা যাবে না। শীতের মূল প্রভাব শুরু হবে নভেম্বরের ১৫ তারিখের পর থেকে। এখন যেটা আছে, এটাকে হেমন্তের শীত বলা হয়। মূল শীতের ধাক্কাটা ডিসেম্বরের আগে আসবে না।’
সর্বনিম্ন তাপমাত্রা প্রসঙ্গে আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, ‘আজ সর্বনিম্ন ১৬.৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তেঁতুলিয়াতে রেকর্ড করা হয়েছে। এটা গতকাল ছিল ১৮.২ ডিগ্রি সেলসিয়াস। এখন থেকে তাপমাত্রা সামান্য কম-বেশি ওঠানামা করবে।’ আপাতত দিন ও রাতের তাপমাত্রা অপরিপর্তিত থাকবে বলেও জানান তিনি।