রাজধানীর মোহাম্মদপুর এলাকায় পুলিশ পরিচয় দিয়ে চাঁদা দাবির অভিযোগে এক ভুয়া পুলিশকে আটক করেছে র্যাব-২। তার নাম মো. সোহান শিকদার (২৪)।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) দিবাগত রাতে মোহাম্মদপুর থানার হুমায়ুন রোড এলাকা থেকে তাকে আটক করা হয়। আটকের সময় তার কাছ থেকে একটি ট্রাকস্যুট (পুলিশ লেখা), একটি মোটরসাইকেল, একটি সোল্ডার লাইট, একটি টর্চ লাইট ও একটি মোবাইল সেট জব্দ করা হয়।
শুক্রবার (২৮ অক্টোবর) সকালে এসব তথ্য নিশ্চিত করেছেন র্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি শিহাব করিম।তিনি বলেন, র্যাব-২ এর কাছে তথ্য আসে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় একদল সন্ত্রাসী পুলিশের পরিচয় ব্যবহার করে চাঁদাবাজি করে আসছে। এ খবরের ভিত্তিতে মোহাম্মদপুর এলাকায় গোয়েন্দা নজর বাড়ায় র্যাব-২। এরই ধারাবাহিকতায় গতকাল (বৃহস্পতিবার) রাতে সোহান শিকদারকে আটক করা হয়। আটক সোহান জিজ্ঞাসাবাদে জানিয়েছে, সে পুলিশের সদস্য বলে পরিচয় দেয়। দীর্ঘদিন ধরে পুলিশের পোশাক ব্যবহার করে এলাকায় প্রতারণা ও চাঁদা আদায় করে আসছিল। তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান এএসপি শিহাব করিম।