ঢাকা ১২:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুমিল্লায় সচিবালয়ে আগুন ও আওয়ামী দোসরদের পুনর্বাসনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল গোয়াইনঘাটে কৃষি ও প্রযুক্তি মেলার সমাপনী অনুষ্ঠান সম্পন চাঁপাইনবাবগঞ্জে ভারতীয় ইয়াবাসহ ২ জন আসামীকে আটক করেছে ৫৩ বিজিবি। পাঁচবিবিতে দাবী আদায়ে বিসিএস কর্তাদের মানববন্ধন মিঠাপুকুরে অবৈধ বালু উত্তোলন ও পরিবহনে কৃষকের জম দিয়ে রাস্তা না দেওয়ায় বাড়িঘরে ভাংচুরের অভিযোগ বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে এডভোকেট সাইফুল ইসলাম আলিফের খুনীদের শাস্তি দাবি মুক্তিযুদ্ধের চেতনাকে বিকৃত করে শেখ পরিবার বাংলাদেশকে তলানিতে পৌঁছে দিয়েছে ব্যবসায়ীদের জন্য চসিক মেয়রের দরজা সবসময় খোলা থাকবে ময়মনসিংহ-নেত্রকোনা মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা: নিহত ৪, আহত ২ সুনামগঞ্জের মধ্যনগরে ১০ শয্যা বিশিষ্ট ফুলেন্নেছা মা ও শিশু কল্যাণ কেন্দ্রে স্বাস্থ্যসেবা বন্ধ

শিশুদের নিয়ে ‘স্মার্ট বিন’ ওয়ার্কশপ

শিশুদের আবর্জনা ও ময়লা সঠিক স্থানে ফেলায় উৎসাহ দিতে ‘স্মার্ট বিন’ প্রোজেক্টের ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ অক্টোবর) ধানমন্ডির সানিডেল মিডল স্কুলে এ ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। ওয়ার্কশপে শিশুদের পরিবেশ পরিষ্কার রাখার গুরুত্ব এবং কীভাবে স্মার্ট বিন ব্যবহার করতে হয় সে বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়।

‘স্মার্ট বিন’ প্রজেক্টটির প্রারম্ভিক পরিকল্পনা ও উদ্যোগ গ্রহণ করেন জেসিআই ঢাকা ইস্ট-এর জেনারেল মেম্বার ও টেকগিক্স লিমিটেডের প্রতিষ্ঠাতা প্রীতম চৌধুরী। এ উদ্যোগকে পূর্ণাঙ্গ ধাপ পর্যন্ত এগিয়ে দিতে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে সহযোগিতা করেন জেসিআই ঢাকা ইস্ট-এর জেনারেল মেম্বার ও পিওর কেমিক্যালস্‌-এর প্রতিষ্ঠাতা ও সিইও ফরহাদ হোসেন। এরপর গঠিত হয় কোর টিম। এই টিমে ছিলেন প্রীতম চৌধুরী, ফরহাদ হোসেন, তাহসিন জামান নাঈম, মুনা নাহিদা ও সানামা ফয়েজ। দুর্বার উদ্যম নিয়ে উদ্ভাবনী এ প্রোজেক্টটির স্বপ্ন ও গল্পটিকে সবার সামনে দৃশ্যমান করতে দিন-রাত পরিশ্রম করে যান পাঁচ সদস্যের এই কোর টিম। একইসঙ্গে পরবর্তীতে এই কোর টিমে আরও যুক্ত হয়ে প্রজেক্টিতে অবদান রেখেছেন নাজিয়া নুসরাত শাম্মা, আসিফ রহমান ও রাহাত আরা চৌধুরী। এরই ফল ২৬ অক্টোবরের সানিডেল মিডল স্কুলের এই আয়োজন।

dhakapost

আয়োজনে উপস্থিত ছিলেন জেসিআই ঢাকা ইস্ট-এর লোকাল প্রেসিডেন্ট তাহসিন আজিম সেজান, ইমেডিয়েট ফাস্ট প্রেসিডেন্ট ও ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট এজাজ মোহাম্মদ, ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট কাজী ফাহাদ ও নাজমুল হোসেন সবুজ, ন্যাশনাল অফিস সেক্রেটারি সাইফ ইমন, লোকাল প্রেসিডেন্ট-এর বিশেষ সহকারী শোয়েব মোজাফফর হাসান, লোকাল ভাইস প্রেসিডেন্ট সালমা আক্তার, লোকাল ট্রেনিং কমিশনার সানামা ফয়েজ, লোকাল কমিটি চেয়ার তাহসিন জামান নাঈম, জেনারেল মেম্বার আসিফ রহমান, রাহাত আরা চৌধুরী, সাদিয়া আফরিন প্রভা এবং ঈশা খান।

লোকাল প্রেসিডেন্ট তাহসিন আজিম সেজান তার বক্তব্যে উল্লেখ করেন, শিশুরাই ভবিষ্যৎ বাংলাদেশকে নেতৃত্ব দেবে। তাই এখন থেকেই তাদের মধ্যে পরিবেশ দূষণরোধ করার সচেতনতা সৃষ্টি বিশেষ প্রয়োজন। তিনি তার বক্তব্যে ফরহাদ হোসেনকে পৃষ্ঠপোষকতা করার জন্য এবং প্রীতম চৌধুরীকে এত সুন্দর একটি উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়নের জন্য তাদের প্রতি ও কোর টিমের সবার প্রতিই বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করেন। ‘স্মার্ট বিন’ প্রোজেক্টটির প্রারম্ভিক ওয়ার্কশপটির প্রধান পৃষ্ঠপোষক হিসেবে ছিল পিওর কেমিকেলস্, আইডিয়া ও ডিভাইস। পার্টনার ছিল টেকগিক্স লিমিটেড, সহযোগী পৃষ্ঠপোষক হিসেবে ছিল কোভেন্ট্রি ইউনিভার্সিটি, ইলেক্ট্রো মার্ট লিমিটেড, সানফাই কন্সট্রাকশন্স, থ্রি-এস টেকনোলজিস্‌ এবং ক্রিয়েটিভ পার্টনার হিসেবে ছিল আইডিয়াগো মার্কেটিং সল্যুশন্স।

শিক্ষকদের উপস্থিতি ও শিশুদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই আয়োজন হয়ে উঠেছিল এক আনন্দমেলা

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কুমিল্লায় সচিবালয়ে আগুন ও আওয়ামী দোসরদের পুনর্বাসনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

শিশুদের নিয়ে ‘স্মার্ট বিন’ ওয়ার্কশপ

আপডেট সময় ০৫:৪১:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অক্টোবর ২০২২

শিশুদের আবর্জনা ও ময়লা সঠিক স্থানে ফেলায় উৎসাহ দিতে ‘স্মার্ট বিন’ প্রোজেক্টের ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ অক্টোবর) ধানমন্ডির সানিডেল মিডল স্কুলে এ ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। ওয়ার্কশপে শিশুদের পরিবেশ পরিষ্কার রাখার গুরুত্ব এবং কীভাবে স্মার্ট বিন ব্যবহার করতে হয় সে বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়।

‘স্মার্ট বিন’ প্রজেক্টটির প্রারম্ভিক পরিকল্পনা ও উদ্যোগ গ্রহণ করেন জেসিআই ঢাকা ইস্ট-এর জেনারেল মেম্বার ও টেকগিক্স লিমিটেডের প্রতিষ্ঠাতা প্রীতম চৌধুরী। এ উদ্যোগকে পূর্ণাঙ্গ ধাপ পর্যন্ত এগিয়ে দিতে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে সহযোগিতা করেন জেসিআই ঢাকা ইস্ট-এর জেনারেল মেম্বার ও পিওর কেমিক্যালস্‌-এর প্রতিষ্ঠাতা ও সিইও ফরহাদ হোসেন। এরপর গঠিত হয় কোর টিম। এই টিমে ছিলেন প্রীতম চৌধুরী, ফরহাদ হোসেন, তাহসিন জামান নাঈম, মুনা নাহিদা ও সানামা ফয়েজ। দুর্বার উদ্যম নিয়ে উদ্ভাবনী এ প্রোজেক্টটির স্বপ্ন ও গল্পটিকে সবার সামনে দৃশ্যমান করতে দিন-রাত পরিশ্রম করে যান পাঁচ সদস্যের এই কোর টিম। একইসঙ্গে পরবর্তীতে এই কোর টিমে আরও যুক্ত হয়ে প্রজেক্টিতে অবদান রেখেছেন নাজিয়া নুসরাত শাম্মা, আসিফ রহমান ও রাহাত আরা চৌধুরী। এরই ফল ২৬ অক্টোবরের সানিডেল মিডল স্কুলের এই আয়োজন।

dhakapost

আয়োজনে উপস্থিত ছিলেন জেসিআই ঢাকা ইস্ট-এর লোকাল প্রেসিডেন্ট তাহসিন আজিম সেজান, ইমেডিয়েট ফাস্ট প্রেসিডেন্ট ও ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট এজাজ মোহাম্মদ, ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট কাজী ফাহাদ ও নাজমুল হোসেন সবুজ, ন্যাশনাল অফিস সেক্রেটারি সাইফ ইমন, লোকাল প্রেসিডেন্ট-এর বিশেষ সহকারী শোয়েব মোজাফফর হাসান, লোকাল ভাইস প্রেসিডেন্ট সালমা আক্তার, লোকাল ট্রেনিং কমিশনার সানামা ফয়েজ, লোকাল কমিটি চেয়ার তাহসিন জামান নাঈম, জেনারেল মেম্বার আসিফ রহমান, রাহাত আরা চৌধুরী, সাদিয়া আফরিন প্রভা এবং ঈশা খান।

লোকাল প্রেসিডেন্ট তাহসিন আজিম সেজান তার বক্তব্যে উল্লেখ করেন, শিশুরাই ভবিষ্যৎ বাংলাদেশকে নেতৃত্ব দেবে। তাই এখন থেকেই তাদের মধ্যে পরিবেশ দূষণরোধ করার সচেতনতা সৃষ্টি বিশেষ প্রয়োজন। তিনি তার বক্তব্যে ফরহাদ হোসেনকে পৃষ্ঠপোষকতা করার জন্য এবং প্রীতম চৌধুরীকে এত সুন্দর একটি উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়নের জন্য তাদের প্রতি ও কোর টিমের সবার প্রতিই বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করেন। ‘স্মার্ট বিন’ প্রোজেক্টটির প্রারম্ভিক ওয়ার্কশপটির প্রধান পৃষ্ঠপোষক হিসেবে ছিল পিওর কেমিকেলস্, আইডিয়া ও ডিভাইস। পার্টনার ছিল টেকগিক্স লিমিটেড, সহযোগী পৃষ্ঠপোষক হিসেবে ছিল কোভেন্ট্রি ইউনিভার্সিটি, ইলেক্ট্রো মার্ট লিমিটেড, সানফাই কন্সট্রাকশন্স, থ্রি-এস টেকনোলজিস্‌ এবং ক্রিয়েটিভ পার্টনার হিসেবে ছিল আইডিয়াগো মার্কেটিং সল্যুশন্স।

শিক্ষকদের উপস্থিতি ও শিশুদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই আয়োজন হয়ে উঠেছিল এক আনন্দমেলা