ঢাকা ০৪:৩৪ অপরাহ্ন, সোমবার, ০৯ ডিসেম্বর ২০২৪, ২৫ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাদা পোশাকে গিয়ে কোনো আসামিকে গ্রেফতার নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা বিএনপির ৩ সংগঠন- যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের লংমার্চ বুধবার চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ ও বেগম রোকেয়া দিবস সোহরাওয়ার্দী হাসপাতালের হিসাব রক্ষক শেখ নাসির উদ্দিন এর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আগামীকাল শুরু হচ্ছে অর্থনৈতিক শুমারির তথ্য সংগ্রহ বিএনপি ক্ষমতায় গেলে , পৃথিবীর সবাইকে ক্ষমা করা গেলেও আওয়ামী লীগকে ক্ষমা করা যাবে না এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু কৃষক দলের প্রতিষ্ঠা বাষিক উপলক্ষে আলোচনা সভা শ্রমিক কল্যাণ ফেডারেশনের ২০২৫-২৬ সালের কমিটি গঠন সম্পন্ন। রাতের আঁধারে ভাঙচুর করে বাড়ি আসবাবপত্র ফেললো পুকুরে, বাড়ি ছাড়া পরিবার বিদেশ থেকে পদত্যাগপত্র পাঠালেন এবি ব্যাংকের এমডি

শিশুদের নিয়ে ‘স্মার্ট বিন’ ওয়ার্কশপ

শিশুদের আবর্জনা ও ময়লা সঠিক স্থানে ফেলায় উৎসাহ দিতে ‘স্মার্ট বিন’ প্রোজেক্টের ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ অক্টোবর) ধানমন্ডির সানিডেল মিডল স্কুলে এ ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। ওয়ার্কশপে শিশুদের পরিবেশ পরিষ্কার রাখার গুরুত্ব এবং কীভাবে স্মার্ট বিন ব্যবহার করতে হয় সে বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়।

‘স্মার্ট বিন’ প্রজেক্টটির প্রারম্ভিক পরিকল্পনা ও উদ্যোগ গ্রহণ করেন জেসিআই ঢাকা ইস্ট-এর জেনারেল মেম্বার ও টেকগিক্স লিমিটেডের প্রতিষ্ঠাতা প্রীতম চৌধুরী। এ উদ্যোগকে পূর্ণাঙ্গ ধাপ পর্যন্ত এগিয়ে দিতে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে সহযোগিতা করেন জেসিআই ঢাকা ইস্ট-এর জেনারেল মেম্বার ও পিওর কেমিক্যালস্‌-এর প্রতিষ্ঠাতা ও সিইও ফরহাদ হোসেন। এরপর গঠিত হয় কোর টিম। এই টিমে ছিলেন প্রীতম চৌধুরী, ফরহাদ হোসেন, তাহসিন জামান নাঈম, মুনা নাহিদা ও সানামা ফয়েজ। দুর্বার উদ্যম নিয়ে উদ্ভাবনী এ প্রোজেক্টটির স্বপ্ন ও গল্পটিকে সবার সামনে দৃশ্যমান করতে দিন-রাত পরিশ্রম করে যান পাঁচ সদস্যের এই কোর টিম। একইসঙ্গে পরবর্তীতে এই কোর টিমে আরও যুক্ত হয়ে প্রজেক্টিতে অবদান রেখেছেন নাজিয়া নুসরাত শাম্মা, আসিফ রহমান ও রাহাত আরা চৌধুরী। এরই ফল ২৬ অক্টোবরের সানিডেল মিডল স্কুলের এই আয়োজন।

dhakapost

আয়োজনে উপস্থিত ছিলেন জেসিআই ঢাকা ইস্ট-এর লোকাল প্রেসিডেন্ট তাহসিন আজিম সেজান, ইমেডিয়েট ফাস্ট প্রেসিডেন্ট ও ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট এজাজ মোহাম্মদ, ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট কাজী ফাহাদ ও নাজমুল হোসেন সবুজ, ন্যাশনাল অফিস সেক্রেটারি সাইফ ইমন, লোকাল প্রেসিডেন্ট-এর বিশেষ সহকারী শোয়েব মোজাফফর হাসান, লোকাল ভাইস প্রেসিডেন্ট সালমা আক্তার, লোকাল ট্রেনিং কমিশনার সানামা ফয়েজ, লোকাল কমিটি চেয়ার তাহসিন জামান নাঈম, জেনারেল মেম্বার আসিফ রহমান, রাহাত আরা চৌধুরী, সাদিয়া আফরিন প্রভা এবং ঈশা খান।

লোকাল প্রেসিডেন্ট তাহসিন আজিম সেজান তার বক্তব্যে উল্লেখ করেন, শিশুরাই ভবিষ্যৎ বাংলাদেশকে নেতৃত্ব দেবে। তাই এখন থেকেই তাদের মধ্যে পরিবেশ দূষণরোধ করার সচেতনতা সৃষ্টি বিশেষ প্রয়োজন। তিনি তার বক্তব্যে ফরহাদ হোসেনকে পৃষ্ঠপোষকতা করার জন্য এবং প্রীতম চৌধুরীকে এত সুন্দর একটি উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়নের জন্য তাদের প্রতি ও কোর টিমের সবার প্রতিই বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করেন। ‘স্মার্ট বিন’ প্রোজেক্টটির প্রারম্ভিক ওয়ার্কশপটির প্রধান পৃষ্ঠপোষক হিসেবে ছিল পিওর কেমিকেলস্, আইডিয়া ও ডিভাইস। পার্টনার ছিল টেকগিক্স লিমিটেড, সহযোগী পৃষ্ঠপোষক হিসেবে ছিল কোভেন্ট্রি ইউনিভার্সিটি, ইলেক্ট্রো মার্ট লিমিটেড, সানফাই কন্সট্রাকশন্স, থ্রি-এস টেকনোলজিস্‌ এবং ক্রিয়েটিভ পার্টনার হিসেবে ছিল আইডিয়াগো মার্কেটিং সল্যুশন্স।

শিক্ষকদের উপস্থিতি ও শিশুদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই আয়োজন হয়ে উঠেছিল এক আনন্দমেলা

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাদা পোশাকে গিয়ে কোনো আসামিকে গ্রেফতার নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা

শিশুদের নিয়ে ‘স্মার্ট বিন’ ওয়ার্কশপ

আপডেট সময় ০৫:৪১:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অক্টোবর ২০২২

শিশুদের আবর্জনা ও ময়লা সঠিক স্থানে ফেলায় উৎসাহ দিতে ‘স্মার্ট বিন’ প্রোজেক্টের ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ অক্টোবর) ধানমন্ডির সানিডেল মিডল স্কুলে এ ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। ওয়ার্কশপে শিশুদের পরিবেশ পরিষ্কার রাখার গুরুত্ব এবং কীভাবে স্মার্ট বিন ব্যবহার করতে হয় সে বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়।

‘স্মার্ট বিন’ প্রজেক্টটির প্রারম্ভিক পরিকল্পনা ও উদ্যোগ গ্রহণ করেন জেসিআই ঢাকা ইস্ট-এর জেনারেল মেম্বার ও টেকগিক্স লিমিটেডের প্রতিষ্ঠাতা প্রীতম চৌধুরী। এ উদ্যোগকে পূর্ণাঙ্গ ধাপ পর্যন্ত এগিয়ে দিতে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে সহযোগিতা করেন জেসিআই ঢাকা ইস্ট-এর জেনারেল মেম্বার ও পিওর কেমিক্যালস্‌-এর প্রতিষ্ঠাতা ও সিইও ফরহাদ হোসেন। এরপর গঠিত হয় কোর টিম। এই টিমে ছিলেন প্রীতম চৌধুরী, ফরহাদ হোসেন, তাহসিন জামান নাঈম, মুনা নাহিদা ও সানামা ফয়েজ। দুর্বার উদ্যম নিয়ে উদ্ভাবনী এ প্রোজেক্টটির স্বপ্ন ও গল্পটিকে সবার সামনে দৃশ্যমান করতে দিন-রাত পরিশ্রম করে যান পাঁচ সদস্যের এই কোর টিম। একইসঙ্গে পরবর্তীতে এই কোর টিমে আরও যুক্ত হয়ে প্রজেক্টিতে অবদান রেখেছেন নাজিয়া নুসরাত শাম্মা, আসিফ রহমান ও রাহাত আরা চৌধুরী। এরই ফল ২৬ অক্টোবরের সানিডেল মিডল স্কুলের এই আয়োজন।

dhakapost

আয়োজনে উপস্থিত ছিলেন জেসিআই ঢাকা ইস্ট-এর লোকাল প্রেসিডেন্ট তাহসিন আজিম সেজান, ইমেডিয়েট ফাস্ট প্রেসিডেন্ট ও ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট এজাজ মোহাম্মদ, ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট কাজী ফাহাদ ও নাজমুল হোসেন সবুজ, ন্যাশনাল অফিস সেক্রেটারি সাইফ ইমন, লোকাল প্রেসিডেন্ট-এর বিশেষ সহকারী শোয়েব মোজাফফর হাসান, লোকাল ভাইস প্রেসিডেন্ট সালমা আক্তার, লোকাল ট্রেনিং কমিশনার সানামা ফয়েজ, লোকাল কমিটি চেয়ার তাহসিন জামান নাঈম, জেনারেল মেম্বার আসিফ রহমান, রাহাত আরা চৌধুরী, সাদিয়া আফরিন প্রভা এবং ঈশা খান।

লোকাল প্রেসিডেন্ট তাহসিন আজিম সেজান তার বক্তব্যে উল্লেখ করেন, শিশুরাই ভবিষ্যৎ বাংলাদেশকে নেতৃত্ব দেবে। তাই এখন থেকেই তাদের মধ্যে পরিবেশ দূষণরোধ করার সচেতনতা সৃষ্টি বিশেষ প্রয়োজন। তিনি তার বক্তব্যে ফরহাদ হোসেনকে পৃষ্ঠপোষকতা করার জন্য এবং প্রীতম চৌধুরীকে এত সুন্দর একটি উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়নের জন্য তাদের প্রতি ও কোর টিমের সবার প্রতিই বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করেন। ‘স্মার্ট বিন’ প্রোজেক্টটির প্রারম্ভিক ওয়ার্কশপটির প্রধান পৃষ্ঠপোষক হিসেবে ছিল পিওর কেমিকেলস্, আইডিয়া ও ডিভাইস। পার্টনার ছিল টেকগিক্স লিমিটেড, সহযোগী পৃষ্ঠপোষক হিসেবে ছিল কোভেন্ট্রি ইউনিভার্সিটি, ইলেক্ট্রো মার্ট লিমিটেড, সানফাই কন্সট্রাকশন্স, থ্রি-এস টেকনোলজিস্‌ এবং ক্রিয়েটিভ পার্টনার হিসেবে ছিল আইডিয়াগো মার্কেটিং সল্যুশন্স।

শিক্ষকদের উপস্থিতি ও শিশুদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই আয়োজন হয়ে উঠেছিল এক আনন্দমেলা