ঢাকা ০৮:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫, ২২ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

‘ক্যাসিনো’ টিজারে প্রশংসিত নিরব

‘ক্যাসিনো’র টিজারেই প্রশংসিত হলেন জনপ্রিয় নায়ক নিরব। টিজার প্রকাশ হওয়ার মাত্র ২১ ঘন্টার মাথায়, ওয়াও , সুন্দর, চমৎকারসহ এরকম অসংখ্যা অভিবাদনে ছেঁয়ে গেছে তার দেয়া পোস্ট। পড়বেই না কেন? ব্যাতিক্রম গল্প নিয়ে সিনেমা তাই তো টিজার দেখে দর্শক মুগ্ধ।

এবারের ঈদে মুক্তির অংশ হিসেবে প্রকাশিত হয়েছে ছবিটির টিজার। টিজারে নিরবকে দেখা গেছে এ্যাকশন মুডে আর বুবলীকে দেখা গেছে কখনও আবেদনময়ী, কখনও রহস্যময়ী। এক মিনিটের টিজারের শেষ অংশে বুবলী চোখ টিপ দেওয়া দর্শকদের ধাঁধায় ফেলে দিয়েছে।

সৈকত নাসির প্রায় দুই বছর আগে শুটিং শেষ করেছেন ‘ক্যাসিনো’ ছবির শুটিং। শাকিব খানের বাইরের গিয়ে প্রথমবারের মত বুবলি এ ছবিতে চুক্তিবদ্ধ হয়েছিলেন নিরবের। যদিও এর মধ্যে বুবলির অন্য নায়কদের সঙ্গে বেশ কয়েকটি ছবি মুক্তি পেয়েছে। অবশেষে ২০১৯ সালে শুটিং শুরু হওয়া ছবিটি এবার মুক্তির আলো দেখতে যাচ্ছে। এ ঈদে প্রেক্ষাগৃহে দেখা যাবে ছবিটি।

অ্যাকশন প্রধান্য পাওয়া টিজারটিতে ছবির মূল বিষয়বস্তু ক্যাসিনোর অন্ধকার জগতও তুলে আনা হয়েছে। পুলিশ কর্মকর্তা নিরবের সঙ্গে টেক্কা দিয়েছেন তাসকিন রহমান। এতে আরও অভিনয় করেছেন তাসকিন দোয়েল ম্যাশ, নিপা আহমেদ রিয়েলি প্রমুখ। সিমপ্লেক্স ইন্টারন্যাশনাল প্রযোজিত ছবিটি পরিবেশনা করবে জাজ মাল্টিমিডিয়া। ছবির গল্প-চিত্রনাট্য করেছেন আসাদ জামান।

অ্যাকশন প্রধান্য পাওয়া টিজারটিতে ছবির মূল বিষয়বস্তু ক্যাসিনোর অন্ধকার জগতও তুলে আনা হয়েছে। পুলিশ কর্মকর্তা নিরবের সঙ্গে টেক্কা দিয়েছেন তাসকিন রহমান। এতে আরও অভিনয় করেছেন তাসকিন দোয়েল ম্যাশ, নিপা আহমেদ রিয়েলি প্রমুখ। সিমপ্লেক্স ইন্টারন্যাশনাল প্রযোজিত ছবিটি পরিবেশনা করবে জাজ মাল্টিমিডিয়া। ছবির গল্প-চিত্রনাট্য করেছেন আসাদ জামান।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

‘ক্যাসিনো’ টিজারে প্রশংসিত নিরব

আপডেট সময় ১১:০৬:৪১ পূর্বাহ্ন, রবিবার, ১১ জুন ২০২৩

‘ক্যাসিনো’র টিজারেই প্রশংসিত হলেন জনপ্রিয় নায়ক নিরব। টিজার প্রকাশ হওয়ার মাত্র ২১ ঘন্টার মাথায়, ওয়াও , সুন্দর, চমৎকারসহ এরকম অসংখ্যা অভিবাদনে ছেঁয়ে গেছে তার দেয়া পোস্ট। পড়বেই না কেন? ব্যাতিক্রম গল্প নিয়ে সিনেমা তাই তো টিজার দেখে দর্শক মুগ্ধ।

এবারের ঈদে মুক্তির অংশ হিসেবে প্রকাশিত হয়েছে ছবিটির টিজার। টিজারে নিরবকে দেখা গেছে এ্যাকশন মুডে আর বুবলীকে দেখা গেছে কখনও আবেদনময়ী, কখনও রহস্যময়ী। এক মিনিটের টিজারের শেষ অংশে বুবলী চোখ টিপ দেওয়া দর্শকদের ধাঁধায় ফেলে দিয়েছে।

সৈকত নাসির প্রায় দুই বছর আগে শুটিং শেষ করেছেন ‘ক্যাসিনো’ ছবির শুটিং। শাকিব খানের বাইরের গিয়ে প্রথমবারের মত বুবলি এ ছবিতে চুক্তিবদ্ধ হয়েছিলেন নিরবের। যদিও এর মধ্যে বুবলির অন্য নায়কদের সঙ্গে বেশ কয়েকটি ছবি মুক্তি পেয়েছে। অবশেষে ২০১৯ সালে শুটিং শুরু হওয়া ছবিটি এবার মুক্তির আলো দেখতে যাচ্ছে। এ ঈদে প্রেক্ষাগৃহে দেখা যাবে ছবিটি।

অ্যাকশন প্রধান্য পাওয়া টিজারটিতে ছবির মূল বিষয়বস্তু ক্যাসিনোর অন্ধকার জগতও তুলে আনা হয়েছে। পুলিশ কর্মকর্তা নিরবের সঙ্গে টেক্কা দিয়েছেন তাসকিন রহমান। এতে আরও অভিনয় করেছেন তাসকিন দোয়েল ম্যাশ, নিপা আহমেদ রিয়েলি প্রমুখ। সিমপ্লেক্স ইন্টারন্যাশনাল প্রযোজিত ছবিটি পরিবেশনা করবে জাজ মাল্টিমিডিয়া। ছবির গল্প-চিত্রনাট্য করেছেন আসাদ জামান।

অ্যাকশন প্রধান্য পাওয়া টিজারটিতে ছবির মূল বিষয়বস্তু ক্যাসিনোর অন্ধকার জগতও তুলে আনা হয়েছে। পুলিশ কর্মকর্তা নিরবের সঙ্গে টেক্কা দিয়েছেন তাসকিন রহমান। এতে আরও অভিনয় করেছেন তাসকিন দোয়েল ম্যাশ, নিপা আহমেদ রিয়েলি প্রমুখ। সিমপ্লেক্স ইন্টারন্যাশনাল প্রযোজিত ছবিটি পরিবেশনা করবে জাজ মাল্টিমিডিয়া। ছবির গল্প-চিত্রনাট্য করেছেন আসাদ জামান।