শেয়ারহোল্ডারদের দেড় শতাংশ নগদ লভ্যাংশ অর্থাৎ ১৫ পয়সা করে টাকা দেবে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি কাশেম ইন্ডাস্ট্রিজ লিমিটেড। যা কোম্পানির ইতিহাসে সবচেয়ে কম লভ্যাংশ দেওয়ার ঘোষণা দিল কোম্পানিটি।
সোমবার (২৪অক্টোবর) জুলাই ২০২১ থেকে ৩০ জুন ২০২২ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর এ লভ্যাংশ দেওয়ার অনুমোদনের দিয়েছে কোম্পানির পরিচালনা পর্ষদ। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানির তথ্য মতে, ৩০ জুন ২০২২ সালে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪৯ পয়সা। আগের বছর ইপিএস ছিল ১ টাকা ২৬ পয়সা। অর্থাৎ আগের বছরের তুলনায় এ বছর কোম্পানিটির আয় কমেছে ৭৭ পয়সা বা ৬১ দশমিক ১১ শতাংশ।
এ বছর ৪৯ পয়সা মুনাফা থেকে শেয়ারহোল্ডারদের জন্য ১৫ পয়সা লভ্যাংশ দেবে কোম্পানিটি। বাকি টাকা কোম্পানির রিজার্ভ ও অন্যান্য খাতে ব্যয় করবে। এর আগের বছর শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ দিয়েছিল।
অর্থাৎ গত বছরের তুলনায় এ বছর শেয়ারহোল্ডারদের সাড়ে ৮ শতাংশ লভ্যাংশ কম দিয়েছে কোম্পানিটি। শুধু তাই নয়, কোম্পানির ইতিহাসে সর্বনিম্ন লভ্যাংশ দেওয়ার প্রস্তাব করেছে কোম্পানিটি। কোম্পানিটি ১৯৯৭ সালে ২০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল। তার ১৩ বছর পর ২০১০ সালে ২০ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ দিয়েছিল। এরপর ২০১১ থেকে ২০১৯ সাল পর্যন্ত সময়ে সর্বনিম্ন ১০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল। কিন্তু তার পরের বছর অর্থাৎ করোনার বছর ২০২০ সালে ৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।
১৯৮৯ সালে তালিকাভুক্ত কোম্পানির বর্তমান শেয়ার সংখ্যা ৭ কোটি ২৭ কোটি ২৬ হাজার ৫৪১টি। এর মধ্যে উদ্যোক্তা পরিচালকদের হাতে রয়েছে ৩০ শতাংশ শেয়ার, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে রয়েছে ১৪ দশমিক ১৩ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে ৫৫ দশমিক ৮৭ শতাংশ শেয়ার।
সোমবার সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৫৮ টাকা ৪০ পয়সা। বিদায়ী বছরের শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৭ টাকা ৬৪ পয়সা।