ঢাকা ০৬:১৪ পূর্বাহ্ন, রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫, ২২ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

‘ক্রিমসন কাপ’-এ মৌসুমী

প্রিয়দর্শিনী মৌসুমী অভিনীত জাহিদ হোসেন পরিচালিত ‘সোনার চর’ সিনেমাটি রয়েছে মুক্তির অপেক্ষায়। আপাতত নতুন কোনো সিনেমার কাজ করছেন না। তবে তিনি জানান, এরইমধ্যে বেশ কয়েকটি সিনেমায় কাজ করার ব্যাপারে কথা বার্তা চলছে। আপাতত প্রচণ্ড গরম বিধায় তিনি কাজ করার থেকে নিজেকে বিরত রেখেছেন। প্রিয়দর্শিনী মৌসুমী বর্তমানে রাজধানীর বুসুন্ধরা আবাসিক এলাকায় বসবাস করছেন। এই আবাসিক এলাকাতেই বিশ^খ্যাত আমেরিকান চেইনশপ কফিশপ ‘ক্রিমসন কাপ’র নতুন শাখার যাত্রা শুরু হয়। বাংলাদেশে ক্রিমসন কাপ’র কর্ণধার প্রয়াত বরেণ্য গীতিকার, পরিচালক গাজী মাজহারুল আনোয়ারের ছেলে উপল। তারই নিমন্ত্রণে বসুন্ধরা’ শাখাতে গেলো ৭ জুন বিকেলে উপস্থিত হয়েছিলেন প্রিয়দর্শিনী মৌসুমী। সেখানে গিয়ে তিনি বেশকিছু সময় নিজের মতো করে কাটান এবং কফিও পান করেন।

প্রিয়দর্শিনী মৌসুৃমী বলেন,‘ ক্রিমসন কাপ-এ গিয়ে আমার সত্যিই ভীষণ ভালোলেগেছে। আমার এই ভালোলাগাটা উপল যে অনুভ করতে পেরেছে সেটা আমি তারমধ্যে উচ্ছাস দেখেই বুঝতে পেরেছি। উপল বেশ সুনামের সেঙ্গ ক্রিমসন কাপ পরিচালনা করছে। যে কারণে এটি বাংলাদেশেও একটিপ ভালো অবস্থানে চলে এসেছে। সবার মুখে মুখে বিশেষত তরুণদের মুখে মুখে ক্রিমসন কাপ’র কথা শোনা যায়। আমি একজন বোন হিসেবে সত্যিই উপলকে নিয়ে গববোধ করি। এটা সত্যিই যে আমাদের ইয়াং জেনারেশনের জন্য সুন্দর পরিবেশে বসার জন্য ক্রিমসন কাপ যথাযথ।’ উপল বলেন, ‘ মৌসুমী আপুর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা রইলো যে তিনি ক্রিমসন কাপে এসেছেন এবং অনেকটা সময় তিনি এখানে কাটিয়েছেন, পাশাপাশি আমার ক্রিমসন কাপের সুনাম করেছেন। আমি যেন এই সুনামের ধারাবাহিকতা ধরে রাখতে পারি এ জন্য সবার কাছে দোয়া চাই।’ উল্লেখ্য, বাংলাদেশের সংষ্কৃতি অঙ্গনের অনেকেরই প্রিয় জায়গা হয়ে উঠেছে ‘ক্রিমসন কাপ’।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

‘ক্রিমসন কাপ’-এ মৌসুমী

আপডেট সময় ১১:৩৪:৩১ পূর্বাহ্ন, শনিবার, ১০ জুন ২০২৩

প্রিয়দর্শিনী মৌসুমী অভিনীত জাহিদ হোসেন পরিচালিত ‘সোনার চর’ সিনেমাটি রয়েছে মুক্তির অপেক্ষায়। আপাতত নতুন কোনো সিনেমার কাজ করছেন না। তবে তিনি জানান, এরইমধ্যে বেশ কয়েকটি সিনেমায় কাজ করার ব্যাপারে কথা বার্তা চলছে। আপাতত প্রচণ্ড গরম বিধায় তিনি কাজ করার থেকে নিজেকে বিরত রেখেছেন। প্রিয়দর্শিনী মৌসুমী বর্তমানে রাজধানীর বুসুন্ধরা আবাসিক এলাকায় বসবাস করছেন। এই আবাসিক এলাকাতেই বিশ^খ্যাত আমেরিকান চেইনশপ কফিশপ ‘ক্রিমসন কাপ’র নতুন শাখার যাত্রা শুরু হয়। বাংলাদেশে ক্রিমসন কাপ’র কর্ণধার প্রয়াত বরেণ্য গীতিকার, পরিচালক গাজী মাজহারুল আনোয়ারের ছেলে উপল। তারই নিমন্ত্রণে বসুন্ধরা’ শাখাতে গেলো ৭ জুন বিকেলে উপস্থিত হয়েছিলেন প্রিয়দর্শিনী মৌসুমী। সেখানে গিয়ে তিনি বেশকিছু সময় নিজের মতো করে কাটান এবং কফিও পান করেন।

প্রিয়দর্শিনী মৌসুৃমী বলেন,‘ ক্রিমসন কাপ-এ গিয়ে আমার সত্যিই ভীষণ ভালোলেগেছে। আমার এই ভালোলাগাটা উপল যে অনুভ করতে পেরেছে সেটা আমি তারমধ্যে উচ্ছাস দেখেই বুঝতে পেরেছি। উপল বেশ সুনামের সেঙ্গ ক্রিমসন কাপ পরিচালনা করছে। যে কারণে এটি বাংলাদেশেও একটিপ ভালো অবস্থানে চলে এসেছে। সবার মুখে মুখে বিশেষত তরুণদের মুখে মুখে ক্রিমসন কাপ’র কথা শোনা যায়। আমি একজন বোন হিসেবে সত্যিই উপলকে নিয়ে গববোধ করি। এটা সত্যিই যে আমাদের ইয়াং জেনারেশনের জন্য সুন্দর পরিবেশে বসার জন্য ক্রিমসন কাপ যথাযথ।’ উপল বলেন, ‘ মৌসুমী আপুর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা রইলো যে তিনি ক্রিমসন কাপে এসেছেন এবং অনেকটা সময় তিনি এখানে কাটিয়েছেন, পাশাপাশি আমার ক্রিমসন কাপের সুনাম করেছেন। আমি যেন এই সুনামের ধারাবাহিকতা ধরে রাখতে পারি এ জন্য সবার কাছে দোয়া চাই।’ উল্লেখ্য, বাংলাদেশের সংষ্কৃতি অঙ্গনের অনেকেরই প্রিয় জায়গা হয়ে উঠেছে ‘ক্রিমসন কাপ’।