ব্রিটিশ ফরেন অ্যান্ড কমনওয়েলথ ডেভেলপমেন্ট মিনিস্টার লর্ড তারিক আহমেদের সঙ্গে বৈঠক করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।
লন্ডনের স্থানীয় সময় সোমবার (২৪ অক্টোবর) বিকেলে লর্ড তারিকের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
শাহরিয়ারের সঙ্গে বৈঠক নিয়ে এক টুইট বার্তায় লর্ড তারিক জানান, যুক্তরাজ্য-বাংলাদেশের সম্পর্কের ৫০ বছরে শাহরিয়ারের সঙ্গে কথা বলে ভালো লাগল। আমরা দুই দেশের জনগণের মধ্যে গভীর সম্পর্ক এবং প্রতিরক্ষা ও নিরাপত্তা বিষয়ে আমাদের মধ্যে ভাগ করে নেওয়া এজেন্ডা নিয়ে আলোচনা করেছি। আমি যুক্তরাজ্য-বাংলাদেশ বন্ধন আরও শক্তিশালী করার বিষয়ে উন্মুখ।
লর্ড তারিকের সঙ্গে প্রতিমন্ত্রীর বৈঠকের বিষয়টি পৃথক বার্তায় জানিয়েছে ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে শাহরিয়ার-তারিকের মধ্যে আলোচনার বিষয়বস্তুর কিছুই বার্তায় উল্লেখ করা হয়নি।
প্রসঙ্গত, পররাষ্ট্র প্রতিমন্ত্রী বর্তমানে যুক্তরাজ্য সফরে রয়েছেন।