অভিনেতা শরিফুল রাজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে তিন জন অভিনেত্রীর ব্যক্তিগত মুহূর্তের ছবি ও ভিডিও ফাঁসের ঘটনায় সংবাদমাধ্যমে রাজ-পরী দুজনের পক্ষ থেকেই এসেছে নানা বক্তব্য। যেখানে অনেকটাই স্পষ্ট এই তারকা দম্পতির সম্পর্কে ফাটল ধরেছে। এবার আরও স্পষ্ট হলো রোববার দেওয়া পরীমণির এক স্ট্যাটাসে।
এর মধ্য দিয়ে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন রাজের স্ত্রী পরীমণি। রোববার সকাল সোয়া ৭টার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করেছেন পরীমণি। ভিডিওটিতে দেখা যায়, অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয় মোবাইল ফোনে রাজের সঙ্গে কথা বলার একটি রেকর্ড শোনান। যেখানে জয়কে বলতে শোনা যায়, আমার আগের ভিডিওতে বলেছিলাম, ভিডিও ফাঁসের ঘটনায় আমার পরীমণিকে দোষী মনে হয়েছে। সেই ভিডিওটির প্রশংসা করেছেন রাজ, এমনটাও বলেন জয়।
এরপর রাজের কল রেকর্ড শোনান জয়। সেখানে রাজকে বলতে শোনা যায়, ‘আমার কিছু হলে সাংবাদিকরা সবার আগে নিউজ করে। তারা ফোন দিয়ে সব ঠিক করতে বলে। আমি বাসার টেবিলে-ঘরে ডিনার করতে বসি আমার স্ত্রীর সঙ্গে, ঘুম থেকে উঠে দেখি আমাকে ডিভোর্স লেটারসহ ছুটি দিয়ে দিয়েছে। এগুলো কী? সামটাইম আমি নিজেও পাজেল্ড। আমি নিজেও জানিনা এসব হচ্ছে কী? আমার ঘরের সব খবর সবার আগে নিউজপেপার থেকে জানতে হয়।’
কথা প্রসঙ্গে জয় রাজকে বলেন, ‘এই ঘটনাটা (ভিডিও ফাঁস) পরীর-ই করা, এটা কী তুমি একমত?’
এর জবাবে রাজ বলেন, ‘আমি এটা নিয়ে কোনো কিছু বলতে চাই না। সে আমার স্ত্রী। এখন সবার আগে মাথায় আসে শাহীম (ছেলে)। ওর জন্যে হলেও আমি ওকে (পরীকে) রেসপেক্ট করি।’
এরকম অনেক কথা হয় তাদের মধ্যে।
এই ভিডিও শেয়ার দিয়ে রাজকে মেনশন করে ক্ষুব্ধ পরীমণি লিখেছেন, ‘শরিফুল রাজ তুই একটা কুত্তার বাচ্চা’। আমার বাচ্চার নাম মুখে আনবি না আর কোনো দিন। আজকেও মাঝ রাত্তিরে তোর মাতলামি মেনে নিয়ে বাচ্চাকে দেখাতে নিয়ে গেছিলাম তোর কাছে! আগে সুস্থ মানুষ হ জানোয়ার।’
এরপর পরীমণি আরও লেখেন, ‘এই জগতের লোকেদের অনেক কিছু দেখার বাকি আছে। আয় এবার কে কে আসবি।’
স্ট্যাটাসে আরও খানিকটা অংশ রয়েছে যা সংবাদমাধ্যমে প্রকাশের অযোগ্য।
এদিকে এই ভিডিওর সঙ্গে আরও একটি ভিডিও লিংক যুক্ত করে দিয়েছেন পরীমণি। যেখানে মোবাইল ফোনে একটি সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলছেন অভিনেত্রী সুনেরাহ। সেই কথপোকথনে রাজ-পরীর দাম্পত্য জীবনে অশান্তি বিরাজ করছে বলে জানান সুনেরাহ। যা রাজের কাছ থেকেই অবগত বলে জানান এই অভিনেত্রী। আবার সেই সঙ্গে এই অশান্তির জন্য পরীকেই দায়ী করেন সুনেরাহ।