শীর্ষ টেক জায়ান্ট মেটার অঙ্গ প্রতিষ্ঠান হোয়াটসঅ্যাপে ভিডিও কলের সময় স্ক্রিন শেয়ার করা যাবে।
ডব্লিউএবেটাইনফো’র এক রিপোর্ট অনুযায়ী, যেসব ব্যবহারকারী অ্যানড্রয়েড 2.23.11.19 আপডেট ইন্সটল করবেন, তারাই এই ফিচার ব্যবহার করতে পারবেন। হোয়াটসঅ্যাপ জানায়, নতুন এই ফিচারের কারণে ব্যবহারকারীদের অ্যাপ ব্যবহারের অভিজ্ঞতা আরও উন্নত হবে।
এর ফলে গুগল মিট বা জুম কলের মতোই ভিডিও কলের সময়ে ডিভাইসের স্ক্রিন শেয়ার করা যাবে। এখন থেকে কোনো বিষয়ে দেখানো, বোঝানো অনেক সহজ হবে। ধীরে ধীরে ভিডিও মিটিং প্ল্যাটফর্মের স্থানই দখল করতে চাইছে হোয়াটসঅ্যাপ। তাদের সাম্প্রতিক পদক্ষেপ থেকে এটুকু স্পষ্ট।
অ্যাপের নতুন আপডেটে ব্যবহারকারীরা ভিডিও কলের সময় কল কন্ট্রোল ভিউতে একটি নতুন আইকন দেখতে পাবেন। সেখান থেকে স্ক্রীন শেয়ারের অপশন পছন্দ করলেই ডিভাইসের ডিসপ্লেতে যা যা দেখা যাচ্ছে, তার সবই ভিডিও কলে যুক্ত অপর প্রান্তের ব্যক্তিরা দেখতে পাবেন। তবে হ্যাঁ, এই কনটেন্ট শেয়ারিংয়ের পারমিশন আপনার ডিভাইস থেকেই দিতে হবে।