দ্যা-রাইটার সিনেমার সুটিং করতে এসে পুলিশের ড্রেস পড়া অবস্থায় নায়িকা শিরিন শিলা এক লোকের কাছে চুমু খেতে বিব্রত অবস্থায় পরে যায়।
একটি অপর্ব রানা পরিচালিত রাফিউল রাহাত প্রযোজিত থ্রিলার একশন মুভি দ্যা-রাইটার।
যেখানে অভিনয় করেছেন নবাগত ডেশিং হিরু ডেভিড সরকার। সাথে থেকে জুটি বেঁধেছে এসময়ের ভাইরাল নায়িকা শিরিন শিলা, আরও আছে আদর আজাদ, অধরা খান, শুব্রত, শানু শিবা, জয় রাজ, রাশেদুল হাসান অপু, আব্দুর রহিম খান মন্টু সহ আরও অনেকে।
উল্লেখ্য এই দ্যা-রাইটার ছবির সম্পর্কে নায়ক ডেভিড সরকার বলেন, এটি একটি থ্রিলার মুভি। আমি যখন স্কীপ পাই তখন মোটামুটি সবই জানি, মজার ব্যাপার হল আমরা যখন এই ছবি সুট করি তখন দুটি মার্ডার কে কেন্দ্র করে ছবির কাহিনি শরু হয়। আর আমি যত সামনে যেতে থাকি তখন আমি নিজেও বুজতে পারছিনা ছবির ঘটনা কোন দিকে যায়। খুবি ভাল ছবি আশা করি ছবিটি মুক্তি পেলে সবাই সিনেমা হলে গিয়ে ছবিটি দেখবেন।