বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) কমিশনার (প্রকৌশল) পদে নিয়োগ পেয়েছেন অবসর উত্তর ছুটি (পিআরএল) ভোগরত অতিরিক্ত সচিব শেখ রিয়াজ আহমেদ।
অভোগকৃত অবসর উত্তর ছুটি ও সংশ্লিষ্ট সুবিধাদি স্থগিতের শর্তে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন ২০০১ এর ধারা-৯ অনুযায়ী যোগদানের তারিখ থেকে পরবর্তী তিন বছর মেয়াদে নিয়োগ দিয়ে সোমবার (১৭ অক্টোবর) প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এ নিয়োগের শর্তাবলি অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে বলে জানানো হয়েছে।