বাংলাদেশ পুলিশের ৬৯ জন সহকারী পুলিশ সুপারকে সিনিয়র স্কেলে (জাতীয় বেতন স্কেল ২০১৫ এর ৬ষ্ঠ গ্রেডে) পদোন্নতি দেওয়া হয়েছে।
রোববার (১৬ অক্টোবর) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ অধিশাখার উপ-সচিব ধনঞ্জয় কুমার দাসের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ পদোন্নতি দেওয়া হয়।
প্রজ্ঞাপন বলা হয়, পদোন্নতি প্রাপ্ত কর্মকর্তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব বরাবর সরাসরি অথবা ই-মেইল যোগে ([email protected]) পদোন্নতিপ্রাপ্ত পদে যোগদানপত্র পাঠাবেন।
জনস্বার্থে জারি করা এ আদেশ যোগদানের তারিখ থেকে কার্যকর হবে বলেও জানানো হয়েছে।