রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী নুরুল ইসলাম সুজনের একান্ত সচিব (পিএস) হয়েছেন মো. মনিরুজ্জামান। বৃহস্পতিবার বিকেলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়।
এর আগে মো. মনিরুজ্জামান মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে ৬৪ জেলাভিত্তিক মহিলা কম্পিউটার প্রশিক্ষণ শীর্ষক প্রকল্পের পরিচালক ছিলেন।
প্রজ্ঞাপনে বলা হয়, মো. মনিরুজ্জামানকে রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী নুরুল ইসলাম সুজনের একান্ত সচিব (পিএস) পদে বদলি করা হয়েছে। রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন যতদিন এই পদে থাকবেন অথবা মনিরুজ্জামানকে যতদিন এই পদে রাখার ইচ্ছা করবেন ততদিন এই আদেশ কার্যকর থাকবে।