নাটোরের সিংড়ায় থানা পুলিশের অভিযানে ভুয়া স্বর্ণের (পিতলের)পুতুল সহ পেষাদার পুতুল ব্যাবসায়ী ২জনকে গ্রেফতার করেছে সিংড়া থানা পুলিশ।
রবিবার বিকেল ৫.৩০ মিনিটে উপজেলার ইটালী ইউনিয়নের রাতাল শাহপাড়া(ব্যাকপাড়া)এলাকায় রেজাউল এর পুকুর পারের দক্ষিণ পার্শ্বে মাটির রাস্তার উপরে গোপন সংবাদ এর ভিক্তিতে অভিযান চালিয়ে তাদের কাছ থেকে নকল স্বর্ণের পুতুল সহ আটক করা হয়।
আটককৃত আসামিরা হলেন, মোঃ মুঞ্জু(৩৮)পিতা মৃত আয়তুল্লা সাং কৈপুকুড়িয়া ডাহিয়া ইউনিয়ন, ও মোঃ আসাদুল ইসলাম(৩৫) পিতা মোঃ ইসমাইল হোসেন, সাং কাঁকিয়ান পশ্চিম পাড়া, সুকাশ ইউনিয়ন,উভয়ের থানা সিংড়া,জেলা নাটোর।
জানা যায়, আটককৃত আসামীরা দীর্ঘ দিন যাবত আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে এ ব্যবসা করে আসতেছে। পরে সোমবার সকালে সিংড়া থানায় তাদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে, উক্ত মামলার বাদি এস আই ছামসুজ্জোহা ও আয়ো সিংড়া থানার তদন্ত ওসি রফিকুল ইসলাম।
সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, আটককৃত আসামীদের বিরুদ্ধে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।