ঢাকা ০৮:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী পলিটেকনিক এক্স স্টুডেন্টস ফোরাম (আরপিইএসএফ) এর নির্বাচন ২০২৪-২৬ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। অটোমোবাইল ওয়ার্কশপ মালিক সমিতি ভাটারা থানা কমিটির দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৪ অনুষ্ঠিত হয়েছে ফ্যাসিস্ট বিরোধী যত রাজনৈতিক সংগঠন আছে তাদের মধ্যে একটি ঐক্য গড়ে তুলতে হবে: নজরুল ইসলাম খান কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামির মৃত্যু ভোলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার নেতাকর্মীদের ত্যাগ স্বীকার করে কাজ করার শপথ করালেন, আমিনুল হক দৌলতের কান্দিতে অন্যরকম এক বিদায় সংবর্ধনা পেল শিক্ষক সেলিনা আক্তার চিন্ময়ের গ্রেফতার ও সাইফুল হত্যাকাণ্ড নিয়ে যত অপতথ্য ছড়িয়েছে বাংলাদেশকে ২২৬৫ কোটি টাকা ঋণ দিচ্ছে জার্মানি দুদকের মামলায় অব্যাহতি পেলেন জামায়াত সেক্রেটারি

কৃষকের জন্য চালু হলো দেশের প্রথম ফার্মার স্কুল

কৃষকের ক্ষমতায়ন এবং দক্ষতা বাড়াতে দেশের বেসরকারি খাতে প্রথম চালু হলো ফার্মার স্কুল। সিনজেনটা বাংলাদেশ লিমিটেড স্থানীয় সরকারের সঙ্গে যৌথভাবে রাজশাহীর চারঘাট উপজেলার সরদহ ইউনিয়নে স্কুলটি প্রতিষ্ঠা করা হয়েছে।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ফার্মার স্কুলের মূল উদ্দেশ্য জ্ঞানের মাধ্যমে কৃষকের ক্ষমতায়ন এবং কৃষকদের অধিক ফসল উৎপাদনে সক্ষম করা। স্কুলটি কৃষিকাজের সম্পূর্ণ ইকোসিস্টেম তৈরিতে কাজ করবে। এছাড়া সিনজেনটা ফার্মার স্কুল একটি সমন্বিত শিক্ষা ও সচেতনতা কেন্দ্র হিসেবে কাজ করবে।

উল্লেখ্য, দেশের কৃষক নিরাপদ এবং পুষ্টিকর খাদ্য উৎপাদন করে জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পরিবেশ রক্ষাসহ সার্বিক ইকোসিস্টেম সুরক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই স্কুল সেই লক্ষ্য অর্জনে আরো সহায়ক হবে বলে সিনজেনটা কর্মকর্তারা আশা করছেন।

এই স্কুলে সরকারি প্রতিষ্ঠান বিশেষ করে মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইন্সটিটিউট, প্রাণী সম্পদ অধিদপ্তর, স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, তুলা উন্নয়ন বোর্ড, বাংলাদেশ ধান গবেষণা ইন্সটিটিউট ও কৃষি গবেষণা ইন্সটিটিউট কৃষকদের সমসাময়িক কৃষি কৌশলের ওপর বাস্তব ধারণা দিতে পারবেন। এছাড়া বেসরকারি খাত, এনজিও, উন্নয়ন সহযোগী সংস্থা ও আর্থিক প্রতিষ্ঠানসমূহ যথাযথ সেবা দিতে পারবে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সিনজেনটা বাংলাদেশ লিমিটেডের পরিচালক (বিজনেস সাসটেনেবিলিটি) শহীদুল ইসলাম, ফার্মার স্কুলের অ্যাডভাইজার ওবায়দুল আজম, সরদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হাসানুজ্জামান (মধু) এবং সরকারি ও বেসরকারি সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। কৃষকের জন্য বিনামূল্যে চক্ষু শিবির পরিচালনার মাধ্যমে স্কুলটির শুভ সূচনা করা হয়।

সিনজেনটা বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হেদায়েত উল্লাহ বলেন, কৃষি তথা কৃষকের টেকসই উন্নয়নের জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ। সিনজেনটা বিশ্বাস করে সঠিক তথ্য ও বিকল্প সমাধানের মাধ্যমে কৃষকদের ক্ষমতায়ন দেশের জন্য খাদ্য নিরাপত্তা এবং সামগ্রিক উন্নয়নে বড় ভূমিকা রাখতে পারে। কৃষি এবং কৃষকের জীবনমান উন্নয়নের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে সিনজেনটা। এরই ধারাবাহিকতায় এই স্কুলটি স্থাপন করা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজশাহী পলিটেকনিক এক্স স্টুডেন্টস ফোরাম (আরপিইএসএফ) এর নির্বাচন ২০২৪-২৬ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

কৃষকের জন্য চালু হলো দেশের প্রথম ফার্মার স্কুল

আপডেট সময় ০১:১৫:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী ২০২৩

কৃষকের ক্ষমতায়ন এবং দক্ষতা বাড়াতে দেশের বেসরকারি খাতে প্রথম চালু হলো ফার্মার স্কুল। সিনজেনটা বাংলাদেশ লিমিটেড স্থানীয় সরকারের সঙ্গে যৌথভাবে রাজশাহীর চারঘাট উপজেলার সরদহ ইউনিয়নে স্কুলটি প্রতিষ্ঠা করা হয়েছে।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ফার্মার স্কুলের মূল উদ্দেশ্য জ্ঞানের মাধ্যমে কৃষকের ক্ষমতায়ন এবং কৃষকদের অধিক ফসল উৎপাদনে সক্ষম করা। স্কুলটি কৃষিকাজের সম্পূর্ণ ইকোসিস্টেম তৈরিতে কাজ করবে। এছাড়া সিনজেনটা ফার্মার স্কুল একটি সমন্বিত শিক্ষা ও সচেতনতা কেন্দ্র হিসেবে কাজ করবে।

উল্লেখ্য, দেশের কৃষক নিরাপদ এবং পুষ্টিকর খাদ্য উৎপাদন করে জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পরিবেশ রক্ষাসহ সার্বিক ইকোসিস্টেম সুরক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই স্কুল সেই লক্ষ্য অর্জনে আরো সহায়ক হবে বলে সিনজেনটা কর্মকর্তারা আশা করছেন।

এই স্কুলে সরকারি প্রতিষ্ঠান বিশেষ করে মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইন্সটিটিউট, প্রাণী সম্পদ অধিদপ্তর, স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, তুলা উন্নয়ন বোর্ড, বাংলাদেশ ধান গবেষণা ইন্সটিটিউট ও কৃষি গবেষণা ইন্সটিটিউট কৃষকদের সমসাময়িক কৃষি কৌশলের ওপর বাস্তব ধারণা দিতে পারবেন। এছাড়া বেসরকারি খাত, এনজিও, উন্নয়ন সহযোগী সংস্থা ও আর্থিক প্রতিষ্ঠানসমূহ যথাযথ সেবা দিতে পারবে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সিনজেনটা বাংলাদেশ লিমিটেডের পরিচালক (বিজনেস সাসটেনেবিলিটি) শহীদুল ইসলাম, ফার্মার স্কুলের অ্যাডভাইজার ওবায়দুল আজম, সরদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হাসানুজ্জামান (মধু) এবং সরকারি ও বেসরকারি সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। কৃষকের জন্য বিনামূল্যে চক্ষু শিবির পরিচালনার মাধ্যমে স্কুলটির শুভ সূচনা করা হয়।

সিনজেনটা বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হেদায়েত উল্লাহ বলেন, কৃষি তথা কৃষকের টেকসই উন্নয়নের জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ। সিনজেনটা বিশ্বাস করে সঠিক তথ্য ও বিকল্প সমাধানের মাধ্যমে কৃষকদের ক্ষমতায়ন দেশের জন্য খাদ্য নিরাপত্তা এবং সামগ্রিক উন্নয়নে বড় ভূমিকা রাখতে পারে। কৃষি এবং কৃষকের জীবনমান উন্নয়নের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে সিনজেনটা। এরই ধারাবাহিকতায় এই স্কুলটি স্থাপন করা হয়েছে।