গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ও ঢাকা আইনজীবী সমিতির নেতারা।
শনিবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি মো. মোমতাজ উদ্দিন ফকির, সম্পাদক মো. আব্দুন নূর দুলাল, ঢাকা আইনজীবী সমিতির সভাপতি মাহবুবুর রহমানের নেতৃত্বে আইনজীবীরা শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধুর আত্মার শান্তি কামনা করে মোনাজাত করা হয়।
এসময় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম, বার কাউন্সিলের সদস্য অ্যাডভোকেট সাঈদ আহমেদ রাজা, সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক মোমতাজ উদ্দিন আহমেদ মেহেদী, জ্যেষ্ঠ আইনজীবী মোতাহার হোসেন সাজু, মঞ্জুরুল হক, আবু সাঈদ সাগর, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির কার্য নির্বাহী কমিটির সদস্যরা, ঢাকা আইনজীবী সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন। তাদের সঙ্গে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ও ঢাকা আইনজীবী সমিতি প্রায় এক হাজার আইনজীবী বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট রাতে ঘাতকদের নির্মম বুলেটে ধানমন্ডির ৩২ নম্বর সড়কের বাড়িতে সপরিবারে শহীদ হন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।