সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।তার বিরুদ্ধে ২৫ কোটি টাকার অবৈধ সম্পদ ও ব্যাংক হিসাবে ৪৩ কোটি টাকা অস্বাভাবিক লেনদেনের অভিযোগ রয়েছে।
অভিযোগ রয়েছে, বেসরকারি নিয়োগ বাণিজ্য, স্কুলে নিয়োগ বাণিজ্য, সরকারি প্রতিষ্ঠানে ঠিকাদারি, খাসজমি দখল, খাসপুকুর দখল নিয়োগ বাণিজ্য, জায়গা জমির কেনাবেচা, সরকারি কাজের ঠিকাদারি কমিশন বাণিজ্য করে বিপুল সম্পদ গড়েছেন। এ ছাড়া নামে-বেনামে ও পরিবারের সদস্যদের নামেও সম্পদ গড়েছেন তিনি।
নওগাঁ-১ আসন থেকে নবম, দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে টানা তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন সাধন সাধন চন্দ্র মজুমদার।তিনি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকও। ২০১৮ সালে তৃতীয়বারের মতো সংসদ সদস্য হওয়ার পর তিনি খাদ্যমন্ত্রীর দায়িত্ব পান।
তার নির্বাচনি এলাকায় মানুষের মুখে মুখে ধান ব্যবসায়ী হয়েও তার অঢেল সম্পদ অর্জনের অভিযোগ পাওয়া যাচ্ছে।