সম্প্রতি দ্বিতীয় বার মা হয়েছেন অভিনেত্রী দেবিনা বন্দ্যোপাধ্যায়। দুই মেয়েকে নিয়ে এখন সুখের সংসার দেবিনা আর গুরমীত চৌধুরির। বড় মেয়ে লিয়ানাকে মাঝে মাঝেই ভিডিওতে দেখা যায়। এত দিন ছোট মেয়েকে খুব বেশি প্রকাশ্যে আনেননি তারা।
অবশেষে, মঙ্গলবার ছোট মেয়ের নাম প্রকাশ্যে আনলেন তারা। ছোট মেয়ের নাম দিবিশা। যে নামের মানে দেবী দুর্গা। কিছু দিন আগে নিজেদের মেয়ের নাম প্রকাশ্যে এনেছিলেন বিপাশা বসু এবং করণ সিং গ্রোভার। তাদের মেয়ের নাম ‘দেবী’।
প্রসঙ্গত, মঙ্গলবার পরিবারের আনন্দের ছবি দিলেও কিছু দিন আগে বেশ সমস্যার মুখে পড়তে হয় তাঁদের। বছরশেষে বর্ষবরণের অনুষ্ঠানে যোগ দিতে যান দেবিনা। সঙ্গে ছিলেন স্বামী গুরমীত চৌধুরি। মঞ্চে নাচতে দেখা যায় দেবিনাকে। কিন্তু হঠাৎই তাল কাটল সেই অনুষ্ঠানে। জনপ্রিয় তারকা দম্পতিকে দেখা মাত্র ভিড় জমতে থাকে অনুরাগীদের। নিজস্বী তোলার হিড়িক পড়ে যায়। এর মাঝেই শুরু হয় বিশৃঙ্খলা। ক্রমে পরিস্থিতি চলে যায় নিয়ন্ত্রণের বাইরে। সেখানে রক্তাক্ত হন গুরমীত।