সিনেমা থেকে ব্যক্তিগত জীবন সব কিছু নিয়েই সবসময় চর্চায় থাকেন বলিউডের হার্টথ্রব নায়ক হৃত্বিক রওশন। সেই আলোচনাকে এবার উসকে দিয়েছেন বছরের শুতেই একটি ছবি পোস্ট করে। সোশ্যাল মিডিয়ায় তার সিক্স প্যাকের ছবি শেয়ার করে নারী ভক্তদের মনে আগুন ছড়ালেন এ অভিনেতা।
মিরর সেলফির কায়দায় নিজের সিক্স প্যাকের ছবি তুলছেন হৃত্বিক। আর ওই ছবির ক্যাপশনে লিখেছেন ‘অল রাইট, লেটস্ গো, ২০২৩’। আর তা দেখে কমেন্টের বন্যা বয়ে গেছে হৃত্বিকের পোস্টে। অভিনেতাকে বহুদিন পর আবার পুরনো হট অবতারে দেখে অবাক নেটিজেনরা।
হৃত্বিক রওশনকে শেষবার পর্দায় দেখা গিয়েছে ‘বিক্রম বেদা’ ছবিতে। ছবিটি তামিল ছবি ‘বিক্রম মেদা’র রিমেক। যাতে অভিনয় করেছিলেন বিজয় সেতুপতি এবং মাধবন। হিন্দি রিমেকে হৃত্বিকের সঙ্গে দেখা যায় সাইফ আলি খানকে। তামিল ছবিটি বক্স অফিসে যেমন সাফল্য পায়, তেমন দাগ কাটতে পারেনি হৃত্বিক রোশনের ‘বিক্রম বেদা’। সম্প্রতি, টাইগার শ্রফের সাথে আবার জুটি বেঁধে অভিনয় করতে দেখা যেতে পারে হৃত্বিককে এমনটাই খবর।