সাইক্রিয়াটিস্ট অর্ক রহমানকে গ্রেফতার করা হলো স্ত্রী সুমিকে খুনের অপরাধে। পুলিশের জিজ্ঞাসায় অকপটে খুনের দায় স্বীকার করে নেয় অর্ক। এদিকে অর্ক‘র মামার দাবি, কোন চাপে পড়ে বাধ্য হয়ে অর্ক খুনের দায় কাঁধে নিচ্ছে। মামলা চলে যায় আদালতে। অর্ক‘র ব্যক্তিগত সেক্রেটারি বর্ষারও বিশ্বাস অর্ক খুনটা করেনি। সাহায্যের আশায় বর্ষা শরণাপন্ন হয় অর্কের বাল্যবন্ধু ডিবি অফিসার এডিসি সাইফ হাসানের।
এমনই গল্প নিয়ে তৈরি হচ্ছে দীপ্ত টিভির অ্যাপস ‘দীপ্ত প্লে’র অরিজিনাল ফিল্ম ‘অপলাপ‘। এতে অভিনয় করেছেন চিত্রনায়িকা নিপুণ আক্তার, নায়ক জিয়াউল রোশান, ইমতিয়াজ বর্ষণ, প্রিয়ন্তী উর্বী প্রমুখ।
‘অপলাপ’ পরিচালনা করেছেন মোহাম্মদ আলী মুন্না। তিনি জানান, এটি মূলত ফ্যামেলি ক্রাইম থ্রিলার। সুস্বাদু ফলকে যেমন ফলের পোকা নষ্ট করে দেয়, তেমনি সন্দেহ, ভালোবাসাকে ঘৃণায় রূপান্তরিত করে। এই বিষয়গুলোকেই গল্পটিতে তুলে ধরা হয়েছে।
জানা গেছে, শুটিং শেষে শিগগিরই ওয়েব ফিল্মটি ‘দীপ্ত প্লে’তে উন্মুক্ত করা হবে।