ঠিক কী ঘটেছিল ‘সার্কাস’ শ্যুটিংয়ে? প্রশ্নের উত্তরে জ্যাকলিন জানান, প্রথমদিন সিনেমার দৃশ্যে আমি খুবই নার্ভাস হয়ে গিয়েছিলাম। বরফ ভাঙতে হবে! এছাড়াও রণবীর আর বরুণকে চড় মারতে হবে! অভিনয়ের বদলে, সত্যি সত্যিই চড় কষিয়ে দিয়েছিলাম আমি।
এসময় শ্রীলঙ্কান এ সুন্দরীর পাশেই ছিলেন রণবীর সিং ও বরুণ শর্মা। তার কথায় নিজের গালে হাত বুলিয়ে রণবীর বলেন, তুমি প্রায় আমার গালই ভেঙে দিয়েছিলে, যার কারণে আমার গালে বরফ লাগাতে হয়েছিল। রণবীরের কথায় রীতিমতো লজ্জায় লাল হয়ে ওঠেন এ অভিনেত্রী।
বিভিন্ন বিতর্কের মধ্যে আজ মুক্তি পেয়েছে পরিচালক রোহিত শেঠির ‘সাকার্স’। শেক্সপিয়ারের কালজয়ী নাটক ‘কমেডি অব এরর্স’-এর অনুপ্রেরণায় গড়ে উঠেছে ছবির চিত্রনাট্য। ছবিতে দ্বৈত ভূমিকায় থাকছেন রণবীর এবং বরুণ। যেখানে রণবীরের নায়িকা হিসেবে দেখা যাবে জ্যাকলিন ও পূজা হেগড়েকে। আছেন কৌতুক অভিনেতা সঞ্জয় মিশ্র এবং জনি লিভারও। ‘সার্কাস’ এ জ্যাকলিন-রণবীর জুটি কী ম্যাজিক দেখান, সে অপেক্ষাতেই ভক্ত-অনুরাগীরা।