নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ৪নং আলাইয়ারপুর ইউনিয়নের গুরুত্বপূর্ণ চন্দ্রগঞ্জ-ওদারহাট সড়ক সংস্কার প্রকল্পের সার্ভে সম্পন্ন হয়েছে।মঙ্গলবার (১৪ অক্টোবর) উপজেলা প্রকৌশলী সরেজমিনে উপস্থিত থেকে রাস্তার অবস্থা পরিদর্শন ও পরিমাপ কার্যক্রম সম্পন্ন করেন।
প্রকল্পের সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন খান। তাঁর উদ্যোগে দীর্ঘদিন তালিকাভুক্ত থাকা সড়কটি অবশেষে বাস্তবায়নের পথে অগ্রসর হচ্ছে।
প্রথম ধাপে চন্দ্রগঞ্জ থেকে বালুচরা কোরেশ পাটোয়ারী বাড়ী পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার সড়ক সংস্কার করা হবে। দ্বিতীয় ধাপে কোরেশ পাটোয়ারী বাড়ী থেকে ওদারহাট পর্যন্ত অংশটি ভিন্ন প্রকল্পের আওতায় সম্পন্ন হবে।
১২ ফুট প্রশস্ত এ সড়কে টেকসই নিশ্চিতে পুকুর ও ডোবার পাশে গাইড ওয়াল নির্মাণের পরিকল্পনা রয়েছে।
স্থানীয়রা জানান, প্রকল্পটি বাস্তবায়িত হলে এলাকার দীর্ঘদিনের ভোগান্তি দূর হবে এবং চন্দ্রগঞ্জ থেকে ওদারহাট পর্যন্ত যাতায়াত হবে আরও সহজ, নিরাপদ ও গতিশীল।
হুমায়ুন কবির নিজস্ব প্রতিবেদক, 























