পিরোজপুরের মঠবাড়িয়ায় প্রতিবন্ধীর উপর হামলা ও প্রতারণার মাধ্যমে একটি অসহায় পরিবারের জমি দখল করে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ঘটনা টি ঘটেছে উপজেলার ধানীসাফা ইউনিয়নের তেতুলবাড়িয়া গ্রামে। স্হানীয় সূত্রে জানাযায় তেতুল বাড়িয়া গ্রামের হিঙ্গুল আলী হাওলাদার এর মৃত্যুর পর তার তিন ছেলে হাতেম আলী হাং,তোতাম্বার আলী হাং ও তাহের আলী হাং তার বাবার পৈত্রিক সম্পত্তির মালিক হয়।
এর মধ্যে হাতেম আলী হাং এক ছেলে ও পাঁচ মেয়ে রেখে হঠাৎ মৃত্যু বরন করলে তার একমাত্র ছেলে ইসমাইল প্রতিবন্ধী ও মেয়েরা ছোট থাকায় হাতেম আলী হাং এর অংশের প্রায় চার একর সম্পত্তি তোতাম্বার আলী ও তাহের আলীর বংশের লোকজন চাষাবাদ করতো এবং বর্গাচাষী হিসাবে তাদের প্রতিবছর ফসল বুঝিয়ে দিতো।
ইতিমধ্যে অত্র মৌজায় জরিপের মাঠ পর্চার কাজ শুরু হলে হাতেম আলী হাং এর মেয়েরা বিভিন্ন জায়গায় শশুর বাড়িতে থাকার সুবাদে ছেলে প্রতিবন্ধী ইসমাইলের সাথে প্রতারণা করে ভুল বুঝিয়ে তার বাবার সকল সম্পত্তি তাহের আলীর বংশধর আঃ রব,আঃ হক সহ অন্যরা রেকর্ড করিয়ে নিয়ে যায়।
এ ঘটনা জানাজানি হলে ইসমাইল ও তার বোনেরা তাদের জমিতে চাষাবাদ করতে গেলে প্রতিপক্ষ আঃ রব, আঃ মালেক, আঃ হক,দুলাল সহ তাদের পরিবারের লোকজন নিয়ে প্রতিবন্ধী ইসমাইল ও তার স্ত্রী রুবি বেগম, বোন ফজিলা কে মারধর করে আহত করে ফেলে। পরে স্হানীয়রা তাদের কে উদ্ধার করে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে আসে।
এ ব্যাপারে প্রতিপক্ষের সাথে কথা বলতে চাইলে তাদের কে না পাওয়ায় তাদের পরিবারের লোকজন জানান, আমাদের জমিতে তারা বীজ রোপন করতে গেছে, দীর্ঘদিন যাবত আমরা এ জমি ভোগ দখল করে আসছি,সেখানে বাঁধা দিতে গিয়ে উভয় পক্ষের মধ্যে মারামারি হয়।
আঃ রহমান আল নোমান, পিরোজপুর 























