০৯-০৪-২০২৫ খ্রি. তারিখে কুমিল্লা জেলার বিভিন্ন এলাকায় একটি সার্ভিল্যান্স অভিযান পরিচালনা করা হয়। উক্ত সার্ভিল্যান্স অভিযানের কার্যক্রম নিম্নরুপঃ ০১। মেসার্স কুমিল্লা ফিলিং স্টেশন, চাষাপাড়া, সদর দক্ষিন, কুমিল্লা এর ১টি অকটেন ডিসপেন্সিং ইউনিটের পরিমাপে প্রতি ১০ লিটারে ৫১০ মিলি কম পাওয়ায় ইউনিটটি বন্ধ রাখার পরামর্শ প্রদান করা হয়। ০২। মেসার্স এম এ হাকিম এন্ড সন্স, সুয়াগাজী, সদর দক্ষিন, কুমিল্লা এর ২টি অকটেন ডিসপেন্সিং ইউনিটের তেল পরিমাপে যথাক্রমে ৫৫০ মিলি ও ৫৪০ মিলি তেল কম পাওয়া যাওয়ায় ইউনিট দুটি বন্ধ রাখার পরামর্শ প্রদান করা হয়। ০৩। মেসার্স আইডিয়াল ফিলিং স্টেশন, লাটিমি, চৌদ্দগ্রাম, কুমিল্লা এর একটি অকটেন ডিসপেন্সিং ইউনিটের তেল পরিমাপে সঠিক পাওয়া যায়। ০৪। মেসার্স তাজ সিএনজি এন্ড ফিলিং স্টেশন মাটিয়ারা কুমিল্লা এর ০১টি অকটেন ও ২টি ডিজেল ডিসপেন্সিং ইউনিটের তেল পরিমাপে সঠিক পাওয়া যায়। ০৫। মিয়া বাজার ফিলিং স্টেশন , মিয়াবাজার, চৌদ্দগ্রাম, কুমিল্লা ০১টি অকটেন ও ১টি ডিজেল ডিসপেন্সিং ইউনিটের তেল পরিমাপে সঠিক পাওয়া যায়। ০৬। মেসার্স হাবিব ফিলিং স্টেশন,মিয়া বাজার, চৌদ্দগ্রাম, কুমিল্লা এর ১টি অকটেন ডিসপেন্সিং ইউনিটের তেল পরিমাপে প্রতি ১০ লিটারে ১৫০ মিলি কম পাওয়ায় ইউনিটটি বন্ধ রাখার পরামর্শ প্রদান করা হয়। উক্ত অভিযানে বিএসটিআই কুমিল্লা অফিসের কর্মকর্তা মো: লুৎফর রহমান, পরিদর্শক (মেট্রোলজি) এবং মো: হাফিজুর রহমান, পরিদর্শক (মেট্রোলজি) দায়িত্ব পালন করেন। জনস্বার্থে বিএসটিআই কুমিল্লা অফিসের এরকম কার্যক্রম অব্যাহত থাকবে।
সংবাদ শিরোনাম ::
বিএসটিআই কুমিল্লা সার্ভিল্যান্স অভিযান
-
ফয়সাল খান কুমিল্লা ভ্রমণ প্রতিনিধি
- আপডেট সময় ১১:১৪:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫
- ৫২৩ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ