ঢাকা ০৯:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কেশবপুরে ইয়াবাসহ আটক ২ বেরোবি ও জার্মান সংস্থা ডিজিটাল স্কিল টু সাকসিড প্রজেক্টের মাঝে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত আত্রাইয়ে তিল চাষে নতুন করে স্বপ্ন দেখছে কৃষক কমলনগরে ইটভাটায় ভ্রাম্যমান আদালতের অভিযান নওগাঁয় রাস্তার কাজে অনিয়মের প্রমাণ পেল দুদক পবিপ্রবিতে বিএসসি ইঞ্জিনিয়ারদের প্রতি বৈষম্য দূরীকরণের দাবিতে স্মারকলিপি প্রদান মিথ্যা ও বানোয়াট তথ্য প্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন প্রেমের ফাঁদে তরুণীকে ধর্ষণের অভিযোগ বেরোবিতে ‘ইথিক্যাল প্রিন্সিপ্যালস অব ইউনিভার্সিটি টিচিং’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত বগুড়া সারিয়াকান্দি যমুনা নদী থেকে বালু উত্তোলনকে কেন্দ্র করে সংঘর্ষ 

দরজায় কড়া নাড়ছে পহেলা বৈশাখ, জাবিতে চলছে শেষ সময়ের প্রস্তুতি

  • জাবি প্রতিনিধি
  • আপডেট সময় ০৫:২৫:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৩ এপ্রিল ২০২৫
  • ৫৫৫ বার পড়া হয়েছে

বাঙালির নববর্ষ পহেলা বৈশাখকে কেন্দ্র করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) চলছে শেষ সময়ের জমজমাট প্রস্তুতি। উৎসবমুখর পরিবেশে রঙিন হয়ে উঠেছে পুরো ক্যাম্পাস। এবারের বৈশাখ উদযাপনের প্রতিপাদ্য—“নববর্ষের ঐক্যতান, ফ্যাসিবাদের অবসান ও মানবতার জয়গান।।”

পহেলা বৈশাখ বাঙালির অন্যতম সর্বজনীন ও অসাম্প্রদায়িক উৎসব। বাংলাদেশের বৈচিত্র্যময় ষড়ঋতুর সূচনা হয় বৈশাখ মাস থেকেই। নতুন বছরকে বরণ করে নিতে সারাদেশের মতো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও সাংস্কৃতিক সংগঠনগুলোও উৎসব আয়োজনের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছে।

গ্রামবাংলার লোকজ সংস্কৃতি, মাটির সরা, মুখোশ, চিত্রশিল্প ও রঙিন মোটিফ দিয়ে সাজানো হচ্ছে এবারের বৈশাখ ১৪৩২-এর আয়োজন। সাদা রঙের সোনালি ডানাওয়ালা পাখি ব্যবহার করে তরুণদের উদ্যম ও শুভ্রতাকে তুলে ধরা হয়েছে। তৈরি করা হচ্ছে “গাজীর পট ও জোড়া পাখি” যার মধ্য দিয়ে দেশের মানুষের একতাবদ্ধতাকে প্রকাশ করা হচ্ছে। পাশাপাশি বৈশ্বিক সংগ্রামের প্রতীক হিসেবে থাকছে “মুষ্টিবদ্ধ হাত”।

বিশ্ববিদ্যালয়ের পুরাতন কলা ভবনে গিয়ে দেখা গেছে, শিক্ষার্থীরা দিন-রাত পরিশ্রম করে কাগজ কেটে মুখোশ তৈরি করছে, কেউ রঙ তুলিতে চিত্র আঁকছে, আবার কেউ মাটির সরায় নকশা করছে। চারপাশে বইছে সৃজনশীলতার আমেজ।

বর্ষবরণ কমিটির আহ্বায়ক ও নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক আশরাফুল হাবীব বলেন, “চৈত্রসংক্রান্তি ও পহেলা বৈশাখ উপলক্ষে দুই দিনব্যাপী নানা আয়োজন রাখা হয়েছে। এবারের আয়োজন আরও বর্ণিল ও অর্থবহ। সন্ধ্যায় থাকছে ‘রামায়ণ গান’—যা দর্শকদের জন্য ভিন্নধর্মী এক পরিবেশনা হতে যাচ্ছে। আমরা চাই আমাদের শিক্ষার্থীরা একটি মানবিক ও সহনশীল বাংলাদেশ গড়ার স্বপ্নে উদ্বুদ্ধ হোক।”

কলা ও মানবিকী অনুষদের ডীন অধ্যাপক মো. মোজাম্মেল হক জানান, “আমাদের অনুষদের নয়টি বিভাগই ১৩ ও ১৪ এপ্রিল নানা অনুষ্ঠান আয়োজন করেছে। আজকের অন্যতম আকর্ষণীয় ইভেন্ট হচ্ছে ‘ব্যাঙের পান চিনি’। আগামীকাল দিনব্যাপী চলবে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। আমাদের উদ্দেশ্য হলো অতীত-ঐতিহ্য ও কৃষ্টি তুলে ধরা এবং শিক্ষার্থীদের সংস্কৃতিচর্চায় যুক্ত রাখা।”

বর্ষবরণ উপলক্ষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তৈরি হয়েছে এক উৎসবমুখর পরিবেশ। পুরো আয়োজন যেন নববর্ষকে ঘিরে নতুন আশা ও ঐক্যের বার্তা বয়ে নিয়ে আসছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

কেশবপুরে ইয়াবাসহ আটক ২

দরজায় কড়া নাড়ছে পহেলা বৈশাখ, জাবিতে চলছে শেষ সময়ের প্রস্তুতি

আপডেট সময় ০৫:২৫:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৩ এপ্রিল ২০২৫

বাঙালির নববর্ষ পহেলা বৈশাখকে কেন্দ্র করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) চলছে শেষ সময়ের জমজমাট প্রস্তুতি। উৎসবমুখর পরিবেশে রঙিন হয়ে উঠেছে পুরো ক্যাম্পাস। এবারের বৈশাখ উদযাপনের প্রতিপাদ্য—“নববর্ষের ঐক্যতান, ফ্যাসিবাদের অবসান ও মানবতার জয়গান।।”

পহেলা বৈশাখ বাঙালির অন্যতম সর্বজনীন ও অসাম্প্রদায়িক উৎসব। বাংলাদেশের বৈচিত্র্যময় ষড়ঋতুর সূচনা হয় বৈশাখ মাস থেকেই। নতুন বছরকে বরণ করে নিতে সারাদেশের মতো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও সাংস্কৃতিক সংগঠনগুলোও উৎসব আয়োজনের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছে।

গ্রামবাংলার লোকজ সংস্কৃতি, মাটির সরা, মুখোশ, চিত্রশিল্প ও রঙিন মোটিফ দিয়ে সাজানো হচ্ছে এবারের বৈশাখ ১৪৩২-এর আয়োজন। সাদা রঙের সোনালি ডানাওয়ালা পাখি ব্যবহার করে তরুণদের উদ্যম ও শুভ্রতাকে তুলে ধরা হয়েছে। তৈরি করা হচ্ছে “গাজীর পট ও জোড়া পাখি” যার মধ্য দিয়ে দেশের মানুষের একতাবদ্ধতাকে প্রকাশ করা হচ্ছে। পাশাপাশি বৈশ্বিক সংগ্রামের প্রতীক হিসেবে থাকছে “মুষ্টিবদ্ধ হাত”।

বিশ্ববিদ্যালয়ের পুরাতন কলা ভবনে গিয়ে দেখা গেছে, শিক্ষার্থীরা দিন-রাত পরিশ্রম করে কাগজ কেটে মুখোশ তৈরি করছে, কেউ রঙ তুলিতে চিত্র আঁকছে, আবার কেউ মাটির সরায় নকশা করছে। চারপাশে বইছে সৃজনশীলতার আমেজ।

বর্ষবরণ কমিটির আহ্বায়ক ও নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক আশরাফুল হাবীব বলেন, “চৈত্রসংক্রান্তি ও পহেলা বৈশাখ উপলক্ষে দুই দিনব্যাপী নানা আয়োজন রাখা হয়েছে। এবারের আয়োজন আরও বর্ণিল ও অর্থবহ। সন্ধ্যায় থাকছে ‘রামায়ণ গান’—যা দর্শকদের জন্য ভিন্নধর্মী এক পরিবেশনা হতে যাচ্ছে। আমরা চাই আমাদের শিক্ষার্থীরা একটি মানবিক ও সহনশীল বাংলাদেশ গড়ার স্বপ্নে উদ্বুদ্ধ হোক।”

কলা ও মানবিকী অনুষদের ডীন অধ্যাপক মো. মোজাম্মেল হক জানান, “আমাদের অনুষদের নয়টি বিভাগই ১৩ ও ১৪ এপ্রিল নানা অনুষ্ঠান আয়োজন করেছে। আজকের অন্যতম আকর্ষণীয় ইভেন্ট হচ্ছে ‘ব্যাঙের পান চিনি’। আগামীকাল দিনব্যাপী চলবে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। আমাদের উদ্দেশ্য হলো অতীত-ঐতিহ্য ও কৃষ্টি তুলে ধরা এবং শিক্ষার্থীদের সংস্কৃতিচর্চায় যুক্ত রাখা।”

বর্ষবরণ উপলক্ষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তৈরি হয়েছে এক উৎসবমুখর পরিবেশ। পুরো আয়োজন যেন নববর্ষকে ঘিরে নতুন আশা ও ঐক্যের বার্তা বয়ে নিয়ে আসছে।