ভোলার বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের চৌকিদার বাড়ির সৌদি প্রবাসী সিরাজ এর স্ত্রী সালমা কে পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে তারই আপন ভাই সিঙ্গাপুর প্রবাসী আ: মালেক সহ তার স্ত্রী রেহানা বেগমের বিরুদ্ধে। বুধবার (৯ এপ্রিল ২০২৫) সকাল ৯টার দিকে এই ঘটনা ঘটেছে বলে জানায় আহত সালমা। আহত সালমা অভিযোগ করে বলেন, আমার বাশুর আ: মালেক একজন প্রবাসী সে যখনই ছুটিতে বাড়িতে আসে বিভিন্নভাবে আমাকে তুচ্ছতাচ্ছিল্য করে কথা বলে। আজকে তিনি ও তার স্ত্রী রেহানা বাহির থেকে এসে দরজা খুলতে বললে, আমি ভিতর থেকে ঘরের দরজা খুলতে দেড়ি করায় আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে একপর্যায়ে তিনি উত্তেজিত হয়ে তার স্ত্রী রেহানা ও বাড়ির কাজের মেয়েকে সাথে নিয়ে আমাকে লাঠি দিয়ে পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে কিল ঘুষি দিয়ে গুরুতর জখম করে রক্তাক্ত করে ফেলে যায়। পরে আমার আত্নীয় স্বজনরা আমাকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করে। এঘটনার তদন্ত করে দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করছি। সৌদি প্রবাসী সিরাজ টেলিফোনে গনমাধ্যম কে জানায়, আমি বিগত ৪ বছর ধরে সৌদি আরবে অবস্থান করছি। পরিবারের অমতে বিয়ে করায় আমার বড়ভাই আমার স্ত্রী সালমা কে সৌয্য করতে পারেনা। আমার বড়ভাই যখনই ছুটিতে বাড়িতে আসে তখনই আমার পরিবারকে তুচ্ছতাচ্ছিল্য করে গালিগালাজ করে। আজ আমি ইমোতে কথা বলায় অবস্থায় তিনি তার স্ত্রী ও কাজের বুয়া সহ আমার পরিবারের উপর হামলা করে তাকে পিটিয়ে গুরুতর জখম করে। এবিষয়ে জানতে চাইলে বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সিদ্দিকুর রহমান জানান, অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনানুগ ব্যাবস্থা গ্রহন করা হবে।
সংবাদ শিরোনাম ::
বোরহানউদ্দিনে সৌদি প্রবাসীর স্ত্রী কে পিটিয়ে জখম
-
রিয়াজ ফরাজী
- আপডেট সময় ০৩:৪৪:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫
- ৫৪১ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ