শুক্রবার (২১ শে মার্চ) কক্সবাজার চকরিয়া উপজেলার মালুমঘাট সাংগঠনিক ইউনিয়ন যুবদল কর্তৃক আয়োজিত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবদলের সভাপতি জয়নাল আবেদিন মিন্টু, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাবু, সিনিয়র যুগ্ন সম্পাদক বেলাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আবুল বাশার, দপ্তর সম্পাদক জিসাদ মিয়া।
আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দগণ।
অনুষ্ঠানে ইউনিয়ন যুবদলের সভাপতি জয়নাল আবেদিন মিন্ট বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির হাতকে শক্তিশালী করতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরো বলেন, অত্র অঞ্চলের মৃত্যুঞ্জয়ী নেতা সালাউদ্দিন আহমেদের হাতকে শক্তিশালী করতে আমরা বদ্ধপরিকর।
দোয়া ও ইফতার মাহফিলে বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও তার ছোট ছেলে আরফাত রহমান কোকো আত্মার মাগফেরাত কামনা করেন। এবং দেশনেত্রী খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য দোয়া করেন।
বক্তারা আরো বলেন, আগামীর বাংলাদেশ, জাতীয়তাবাদী দল বিএনপির বাংলাদেশ। সবাই ঐক্যবদ্ধ হয়ে আগামীর বাংলাদেশ বিনির্মাণে কাজ করতে চাই, এ আশাবাদ ব্যক্ত করে অনুষ্ঠান সমাপ্ত হয়।