যশোরের ঝিকরগাছায় স্কাউটস দিবস উপলক্ষ্যে উপজেলা স্কাউটস এর আয়োজনে সোমবার (৮ এপ্রিল) সকাল ১০ টায় র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ভুপালী সরকার এর নেতৃত্বে উপজেলা প্রাঙ্গন থেকে শুরু হয়ে উপজেলা মোড় প্রদক্ষিণ করে উপজেলা মুক্তমঞ্চে এসে র্যালিটি শেষ হয়। পরে উপজেলা মুক্তমঞ্চে সমাবেশ অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝিকরগাছা উপজেলা স্কাউটস সভাপতি উপজেলা নির্বাহী অফিসার জনাব ভুপালী সরকার। সভাপতি তার বক্তব্য বলেন, সবাই কে প্রাত্যাহিক ভাবে স্কাউটস পালন করতে হবে। এ ছাড়া ও অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জনাব মোহাম্মদ শাহিদুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সেহেলি ফেরদৌস, উপজেলা স্কাউট কমিশনার মোঃ ইসমাইল হোসেন সোহাগ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার নাজমুল আলম, মোস্তফা কবির উদ্দিন, মোহাম্মদ নাসির উদ্দিন, ইউনিট লিডার মামুনুর রশিদ, ইয়াং লিডার লাবনী আক্তার সহ স্কাউটস কমিটির বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ ও স্কাউটস সংশ্লিষ্ট বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা স্কাউটস সম্পাদক মোহাম্মদ আলী তারেক।