সারাদেশের ন্যায় চাঁপাইনবাবগঞ্জ ও শিবগঞ্জে ফিলিস্তিনে ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে মার্চ ফর প্যালেস্টাইনের ব্যানারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সর্ব স্তরে জনতা। সোমবার সকালে এ উপলক্ষে একটি বিক্ষোভ মিছিল চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক থেকে বের হয়ে বিশ্বরোড মোড়ে জমাযেত হয়। এরপর সেখান থেকে শহরের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে বিশ্ব রোড মোড়ে এক সংক্ষিপ্ত পথসভায় মধ্যে দিয়ে শেষ হয়। একই সময় আরো একটি বিক্ষোভ মিছিল শান্তি মোড় থেকে শুরু হয়ে বিশ্ব রোড মোড়ে মিলিত হয়। অন্যদিকে একই সময় শিবগঞ্জ পৌর এলাকার সরকারি মডেল হাই স্কুল প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে মডেল স্কুল মোড়ে সংক্ষিপ্ত পথসভার মধ্যে দিয়ে শেষ হয়। আয়োজকরা এ সময় ইজরায়েল এবং তাদের দোসরদের সকল পণ্য বয়কটের আহ্বান জানান।ইসরাইল বাহিনীর বর্বর হত্যাকাণ্ডের তীব্র নিন্দা এবং বন্ধের আহ্বান জানানো হয়। সে সময় এখানে বক্তব্য রাখেন ছাত্র সমন্বয়কের আহ্বায়ক আব্দুর রহিম, আজিমুল ইসলাম মাহিন শেখ নাসিম, সাইমুম সাদাব, শোহান সহজ অন্যন্যরা। এদিকে একই ঘটনায় বিকেলে শিবগঞ্জ এবং চাঁপাইনবাবগঞ্জ শহরে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে বাংলাদেশ জামাতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ ও শিবগঞ্জ শাখা। শেষে শিবগঞ্জের বাজারগুলোতে ইসরায়েলের বিভিন্ন পণ্য বয়কটের আহ্বান জানিয়ে দোকানের সামনে পোস্টটা সাঁটানো হয়
সংবাদ শিরোনাম ::
চাঁপাইনবাবগঞ্জে ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
-
মোঃ জাহিদ হাসান, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
- আপডেট সময় ০১:০৯:৩৬ অপরাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫
- ৫২০ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ