ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরায়েলী বাহিনীর গণহত্যার প্রতিবাদে বৈশ্বিক হরতালের প্রতি সংহতি জানিয়ে বানারীপাড়ার সর্বস্থরের জনগণের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল করা হয়।
আজ সকাল ১০ ঘটিকায় বানারীপাড়া উপজেলার তিনটি আলাদা আলাদা পয়েন্টে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। বানারীপাড়া ফেরীঘাট, বানারীপাড়া বাসস্ট্যান্ড ও বানারীপাড়া ডাকবাংলো মোড়ে বিক্ষুব্ধ জনতা মিছিল করে।
বানারীপাড়ায় আয়োজিত বিক্ষোভ মিছিল বানারীপাড়ার বিভিন্ন প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত প্রদান করেন এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।
এ সময় বক্তারা বলেন ফিলিস্তিনে চলমান গণহত্যা একটি মানবিক সংকট ও বিশ্বব্যাপী সকলের বিবেকের এক সমষ্টিগত ব্যর্থতা উল্লেখ্য করে, বলেন,
বিশ্ব পরাশক্তিদের মদদে ইসরায়েলি সরকারের ফিলিস্তিনে চালানো গণহত্যায় গাজায় বৃষ্টির ন্যায় প্রাণ ঝরছে। নবজাতক, শিশু, কিশোর, বৃদ্ধ নির্বিচারে মৃত্যুর কোলে ঢলে পড়ছে। আহতদের চিকিৎসা প্রদানে এগিয়ে আসা স্বাস্থ্য-কর্মীদেরও হত্যা করা হচ্ছে। সারা বিশ্বের মুসলমান জাতির বুকে ক্রমাগত রক্তক্ষরণ হলেও মুসলিম বিশ্বের পরাশক্তিদের নির্বিকার ভূমিকা আমাদের চরম আশাহত করেছে। মানবতার খাতিরে গড়ে ওঠা আন্তর্জাতিক সংগঠনসমূহের সামনেই বারবার মানবাধিকার ভূলুণ্ঠিত হওয়া আমাদের লজ্জিত করে।
সারা বিশ্ববাসীর ন্যায় গাজায় চলমান লাগাতার ভয়াবহ গণহত্যা ও মানবাধিকারের চরম লঙ্ঘন । বিশ্ব পরাশক্তি ও আন্তর্জাতিক সংগঠনসমূহের এমন নিষ্ক্রিয় ভূমিকার তীব্র নিন্দা জ্ঞাপন করেন এবং ইসরাইলী পণ্য বয়কট করতে সকলে অনুরোধ জানানো হয়।