কাইন্দনা যশোরের ঝিকরগাছায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পাঁচ শতাধিক দরিদ্র, অসহায়, দুস্থ, প্রতিবন্ধী, বিধবা ও স্বামী পরিত্যক্তা নারীদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে ঝিকরগাছার ঐতিহ্যবাহী স্বেচ্ছাসেবী সংগঠন “সেবা’। শুক্রবার (২৭ রমজান) সকালে ঝিকরগাছা দারুল উলুম কামিল মাদ্রাসা প্রাঙ্গণে অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন সেবা’র উদ্যোগে এই মানবিক কার্যক্রম পরিচালিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফিসারিজ এন্ড মেরিন বায়োসাইন্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আমিনুর রহমান। তিনি বলেন, “মানবতার সেবায় সেবা সংগঠনের এই উদ্যোগ প্রশংসনীয়। ঈদের আনন্দ যেন সমাজের সব শ্রেণির মানুষের মাঝে ছড়িয়ে পড়ে, এটাই আমাদের কাম্য।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক শফিউল আজম রুমি, ঝিকরগাছা মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. ইলিয়াস উদ্দীন, দারুল উলুম কামিল মাদ্রাসার অধ্যক্ষ মো. মুহিব্বুল ইসলাম, নাগরিক অধিকার আন্দোলন যশোরের কো-অর্ডিনেটর মাসুদুজ্জামান মিঠু, এসকে ক্লিনিকের পরিচালক মো. হাবিবুর রহমান হাবিব, মীর লুৎফুর রহমান এতিমখানার সাধারণ সম্পাদক মীর ফারুখ আহম্মদ, এবং যশোর জেলা হ্যাচারি মালিক সমিতির জাহিদ গোলদার, সেবা সংগঠনের সহ সভাপতি আলীশাহ, উপদেষ্টা হাজী সোলাইমান, আকরাম খান, সাদা মনের মানুষ সায়েদ আলী জাতিসংঘ জনসংখ্যা তহবিল এর কর্মকর্তা ও যশোর মানব কল্যাণ ফাউন্ডেশনের আহবায়ক আলাউদ্দিন আবু তৌহিদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাইটস যশোরের নির্বাহী পরিচালক বিণয় কৃষ্ণ মল্লিক এবং সঞ্চালনা করেন সেবা সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মাস্টার আশরাফুজ্জামান বাবু।
সেবা সংগঠনের প্রতিষ্ঠাতা আশরাফুজ্জামান বাবু বলেন, দেশ এবং দেশের বাইরের দাতা সদস্যদের অনুদানের অর্থে সেবা সংগঠন প্রতিষ্ঠার পর থেকেই অসহায় সুবিধা বঞ্চিত মানুষের জন্য কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।
ঈদ উপহার হিসেবে সুবিধাভোগীদের মাঝে সেমাই, সুজি, চিনি, নুডলস, সয়াবিন তেল, চাল, গুড়া দুধ, পেঁয়াজ, আলু ও বিভিন্ন ঈদের পোশাক বিতরণ করা হয়।
উপহার গ্রহণকারীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এক সুবিধাভোগী বলেন, “এই উপহার আমাদের জন্য আশীর্বাদ। আমাদের ঈদের আনন্দ এখন পূর্ণতা পেল।”
স্থানীয় বাসিন্দারা জানান, এ ধরনের মানবিক উদ্যোগ প্রতি বছর গ্রহণ করা হলে সমাজের অসহায় মানুষের ঈদ আনন্দ আরও বৃদ্ধি পাবে।
এসময় আরও উপস্থিত ছিলেন উষার আলো সমাজ কল্যাণ সংস্থার সভাপতি বিএম সাগর হোসাইন, হাড়িয়াদেয়াড়া সেবা সংঘের সভাপতি হুমায়ুন কবির মুন্না, বাঁকড়া প্রেস ক্লাবের সভাপতি বিল্লাল হোসেন, ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের সহ-সভাপতি তারেক মাহমুদ ও শাহাবুদ্দিন মোড়ল, উপদেষ্টা আব্দুল জলিল, সাংগঠনিক সম্পাদক সুজন মাহমুদ ও সুমন হোসেন, প্রচার সম্পাদক সাব্বির শোভন, অর্থ সম্পাদক মাসুম বিল্লাহ, তথ্য ও গবেষণা সম্পাদক মাসুদ হোসেন, দপ্তর সম্পাদক দাউদ হোসেন, সদস্য রাফিন আহম্মেদ, তৌহিদুজ্জামান।
অনুষ্ঠানটি সফল করতে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেন সুমাইয়া, নাসিম, কবির, আশরাফুল, নাজমুল, রাসেল, আখিঁ, মাছুম, আশিক, ইমন, জিল্লু, সুমন, যুবরাজ, যুবায়ের সহ আরও অনেকে।