(০৪এপ্রিল শুক্রবার) বগুড়ার গাবতলীতে জমিজমা সংক্রান্ত ঘটনার জের ধরে প্রতিপক্ষের মারপিটে ৪ ব্যক্তি আহত হওয়ার ঘটনায় থানায় মামলা দায়ের দায়ের করা হয়েছে। পুলিশ একজনকে গ্রেফতার করে জেল হাজুতে প্রেরন করেছে।
ঘটনাটি ঘটেছে উপজেলার দুর্গাহাটা ইউনিয়নের লালখাঁপাড়া গ্রামে। জানাগেছে উপজেলার জেলার দুর্গা হাটা ইউনিয়নের লালখাঁপাড়া গ্রামের মৃত রবিয়া প্রামানিকের ছেলে মোস্তাফিজুর রহমানের সাথে একই গ্রামের মানিক মিয়ার জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এ ঘটনার জের ধরে গত ২ মার্চ সকালে প্রতিপক্ষরা পূর্ব পরিকল্পনা অনুযায়ী লোহার রড, রামদাসহ বিভিন্ন অস্ত্র দিয়ে মিল্লাত,মিষ্টার,মোস্তাফিজার রহমান, রাবিয়া বেগম ও মুন্জিলা বেগমকে মারপিট করে গুরুতর আহত করে। এ সময় মুন্জিলার গলা থেকে এক ভড়ি স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করে দেয়। এদের মধ্যে মিষ্টার গুরুতর আহত হয়ে হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এ ঘটনায় গত ৩ মার্চ মোস্তাফিজার রহমান বাদী হয়ে একই গ্রামের হাবেল,মানিক মিয়া, জনতা বেগম হাতিবান্ধা গ্রামের ,মহিদুল,টুনি বেগম, সারিয়াকান্দি উপজেলার ডুমকান্দি গ্রামের মোগলা, কাহালু উপজেলার মাগুরা গ্রামের শামীম ও রংপুর জেলার পীরগাছা উপজেলার দেউলি সুন্দর পাড়া গ্রামের তৌহিদুলকে ১নং আসামী করে একটি মামলা দায়ের করে। । এই মামলার ২ নং আসামী মানিক মিয়াকে পুলিশ গ্রেফতার করে জেল হাজুতে প্রেরন করে। এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সুজল কুমার জানায় এই মামলার এক জন আসামীকে গ্রেফতার করে জেল হাজুতে প্রেরন করা হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।