বৃহস্পতিবার (৩ এপ্রিল) বিকাল তিনটায় কালুখালী প্রেসক্লাবের কার্যালয়ে প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সভাপতি আব্দুস সালাম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু সাঈদ মোল্লা নিলুর সঞ্চালনায় বক্তব্য রাখেন সাহিত্যিক ও কলামিস্ট মো: কায়ছার আলী, লেখক ও কবি মোহাম্মদ আলম, আমার দেশের কালুখালী প্রতিনিধি মুহাম্মদ ফজলুল হক, নয়াদিগন্ত ও মাতৃকন্ঠ এর কালুখালী প্রতিনিধি মোখলেছুর রহমান, আমার সংবাদ ও রাজবাড়ীকন্ঠ এর কালুখালী প্রতিনিধি রাকিবুল ইসলাম, আইন বার্তার রাজবাড়ী জেলা প্রতিনিধি আদম আলী, আজকের সারাদেশের রাজবাড়ী জেলা প্রতিনিধি আবু বক্কর সিদ্দিক বাবু মোল্লা, জনতার আদালত এর কালুখালী প্রতিনিধি আশিক হাসান, মুক্তি সমাচার এর রাজবাড়ী জেলা প্রতিনিধি লালন শেখ, আলোর দিগন্ত এর কালুখালী প্রতিনিধি কবির হোসেন, মুসলিম টাইমসের কালুখালী প্রতিনিধি এনামুল মন্ডল, আব্দুর রহমান ও সাহেব আলী সহ অন্যান্য সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় সকলের সিদ্ধান্ত মোতাবেক প্রেসক্লাবে এয়ারকন্ডিশন স্থাপন, ভবন সংস্কার, ডিজিটাল বোর্ড স্থাপন, কম্পিউটার ক্রয়, ম্যাগাজিন প্রকাশ সহ কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়।