বাউফলে আওয়ামী অপশক্তির পক্ষে প্রকাশ্যে মিছিল করায় বাউফল উপজেলা যুবদলের আহবায়ক সাইফুল ইসলাম জসিম ও যুগ্ম আহবায়ক রিয়াজ মাহমুদকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। শুক্রবার (৪এপ্রিল) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
কেন্দ্রীয় যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোঃ নুরুল ইসলাম নয়ন বহিস্কারের সিদ্ধান্ত কার্যকর করেছেন। বহিস্কৃত নেতাদের কোন ধরণের অপর্কমের দায় দায়িত্ব দল নিবেনা বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। এছাড়াও যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তাদের সাথে সম্পর্ক না রাখার নির্দেশ দেয়া হয়। উল্লেখ,গত মঙ্গলবার (১এপ্রিল) বগা ইউনিয়ন ছাত্র দলের সাধারণ সম্পাদক মহিউদ্দিন গাজীকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী বাবু মারধর করে।
এ ঘটনার প্রতিবাদে পরের দিন বুধবার (৩ এপ্রিল) ছাত্রদলের উদ্যোগে বগা বন্দরে একটি প্রতিবাদ মিছিল বেড় করলে ছাত্রলীগ কর্মী বাবুর ভাই যুবলীগ সদস্য শামীম বাধা দেয়। একপর্যায়ে ছাত্রদলের কর্মীরা শামীমকে ধরে বগা তদন্ত কেন্দ্রের পুলিশের কাছে সোপর্দ করলে পুলিশ তাকে জেলহাজতে পাঠায়। ওই দিন রাত ৮টার দিকে বগা বন্দরের আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকরা একত্রিত হয়ে বন্দরে একটি মিছিল বের করে।
ওই মিছিলের নেতৃত্ব দেন উপজেলা যুবদলের আহবায়ক সাইফুল ইসলাম জসিম ও যুগ্ম আহবায়ক রিয়াজ মাহমুদ। ওই মিছিল থেকে বিএনপির বিরুদ্ধে বিভিন্ন ধরণের শ্লোগান দেয়া হয়। এ নিয়ে বিভিন্ন পত্রিকায় প্রতিবেদন প্রকাশের পরে কেন্দ্রীয় নেতাদের দৃষ্টি গোচর হলে তাদের দুইজনকে শুক্রবার বিকেলে বহিষ্কার করা হয়।