(০৭ এপ্রিল মঙ্গলবার) বগুড়ার গাবতলী পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্যোগে সকাল ১১ ঘটিকায় গাবতলী তিন মাথায় ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি নৃশংস গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশে করেন। এসময় শিক্ষার্থীদের প্রতিবাদ মিছিলে সমর্থন দিয়ে একসাথে প্রতিবাদ বিক্ষোভ মিছিল করেন গাবতলী পৌর ছাত্র দল । এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাকিরুল ইসলাম লুকু- সভাপতি গাবতলী পৌর ছাত্রদল, মো মিলন ইসলাম যুগ্ম সাধারণ সম্পাদক পৌর ছাত্রদল,ছাত্রনেতা সিয়াম, বিএনপি নেতা সোহেল খান সহ ছাত্রদলের নেতাকর্মীগন সহ। গাবতলী পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষর্থীরা সহ আশের পাশে ভিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী গন। এছাড়া ভিভিন্ন পর্যায়ের সাধারণ মানুষ উপস্থিত থেকে প্রতিবাদ সমাবেশ করেন। এসময় বক্তাগন জাতিসংঘ সহ বিশ্বনেতাদের প্রতি অহব্বান জনান অনিতিলম্বে ইসরায়েল কতৃক ফিলিস্তিনের গাজাবাসীদের ওপর অমানবিক নৃশংস গণহত্যা ও বর্বরোচিত
হামলা বন্ধের দাবি জানান। এছাড়া বাংলাদেশে যত ইসরায়েলী পন্য রয়েছে তা বয়কট করার অহব্বান করেন সবাইকে। পরিশেষে সবাই গাজাবাসীর জন্য দোয়া করেন এবং সারা বিশ্বের মানুষদের কাছে অহব্বান করেন সবাই যেন নিজ জায়গা থেকে গাজাবাসীর জন্য দোয়া করেন।