মাদকতা প্রতিরোধে ধর্মীয় অনুশাসন ও সামাজিক সচেতনতার গুরুত্ব তুলে ধরতে “ইয়াবা ও নেশা প্রতিরোধে রমজানের প্রভাব” শীর্ষক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার, ১৯ মার্চ মাদানী মজলিস বাংলাদেশ-এর উদ্যোগে রাজধানীর রামপুরা ওয়াপদা রোড পাওয়ার হাউজ জামিয়াতুল আসআদ আল ইসলামিয়া মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে বিশেষজ্ঞ ও বিশিষ্ট ব্যক্তিরা মাদকমুক্ত সমাজ গঠনের উপায় নিয়ে আলোচনা করেন। সভায় প্রধান আলোচক ছিলেন মাদানী মজলিস বাংলাদেশ-এর সভাপতি শায়খ মুফতী হাফীজুদ্দীন। তিনি ইয়াবা ও নেশা আসক্তির প্রধান কারণ হিসেবে কিছু বিষয় তুলে ধরেন— ১. পারিবারিক কলহ ও অশান্তি ২. ঋণের চাপ ও আর্থিক সংকট ৩. কর্মজীবনে ব্যর্থতা ৪. পরীক্ষায় কাঙ্ক্ষিত সাফল্য অর্জনে ব্যর্থতা ৫. প্রেম-ভালোবাসায় ব্যর্থতা তিনি নেশা প্রতিরোধের জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপের কথা বলেন— * সমাজে ইয়াবা ও মাদকের কুফল সম্পর্কে সচেতনতা তৈরি করা, যাতে যুবসমাজের মাঝে এ বিষয়ে ঘৃণা জন্মায়। * আসক্তদের সাথে সহমর্মিতা ও ভালো ব্যবহার করে তাদের মাদক ছাড়তে উদ্বুদ্ধ করা। * ধর্মীয় ও নৈতিক শিক্ষার প্রচার করা। মাদকবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে মাদানী মজলিস বাংলাদেশ ইতোমধ্যে কয়েকটি উদ্যোগ বাস্তবায়ণ করেছে— * ‘মদ-মাদকতা’ নামে পুস্তিকা রচনা * লিফলেট বিতরণ * জাতীয় পর্যায়ে সেমিনার আয়োজন * ইমাম ও খতিবদের মাধ্যমে মসজিদে সচেতনতামূলক আলোচনা * নেশাগ্রস্তদের সাথে সুসম্পর্ক গড়ে তুলে তাদের সাহায্য করা সভায় মাদক প্রতিরোধে কিছু কার্যকর সুপারিশ উত্থাপন করা হয়— ১. স্কুল-কলেজে কাউন্সেলিং ব্যবস্থা চালু করা ২. সমাজের সবাইকে নেশার ক্ষতিকর দিক সম্পর্কে অবহিত করা ৩. নিরাময় কেন্দ্র প্রতিষ্ঠা করা এবং সেখানে মানসিক কাউন্সেলিং প্রদান ধর্মীয় ও নৈতিক শিক্ষা নিশ্চিত করা ৪. মাদকবিরোধী সচেতনতামূলক ডকুমেন্টারি তৈরি করা এবং প্রচার করা মাদানী মজলিস বাংলাদেশ -এর ব্যবস্থাপনায় অনুষ্ঠিত এ সভায় উপস্থিত ছিলেন— নয়াটোলা ও রামপুরার আয়িম্মায়ে মাসাজিদের সভাপতি মাওলানা শিব্বির আহমদ, মহানগর বাইতুল নূর জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মাহফুজুর রহমান, আওয়ার ইসলাম টুয়েন্টিফোর ডটকম এর সিনিয়র সম্পাদক মাওলানা হুমায়ূন আইয়ূব, জামিয়া ইকরা বাংলাদেশ এর সিনিয়র মুহাদ্দিস মুফতী মোহাম্মদ উল্লাহ ইয়াহইয়া, খিলগাঁও নবীনবাগ জামে মসজিদের ইমাম ও খতিব মুফতী আবদুল হালীম, গাজীপুর চাপুলিয়া জামে মসজিদের খতিব মুফতী মাহবুবুর রহমান, জামিয়াতুল আসআদ আল ইসলামিয়ার সিনিয়র মুফতী মাওলানা আরমান সাদিক ও মাওলানা জামিল ইকবাল। আলোচকরা মাদকের ভয়াবহতা, তরুণদের ওপর এর প্রভাব এবং পরিবার ও সমাজের করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তারা উল্লেখ করেন, “মাদক শুধু ব্যক্তির জীবন ধ্বংস করে না, বরং এটি সমাজের শেকড়েও আঘাত হানে।” ধর্মীয় মূল্যবোধ ও সামাজিক সংহতি শক্তিশালী করা গেলে মাদকের ভয়াবহ থাবা থেকে তরুণদের রক্ষা করা সম্ভব। রমজানের শিক্ষা আমাদের আত্মসংযম ও আত্মশুদ্ধির দিকে পরিচালিত করে, যা মাদকমুক্ত সমাজ গঠনে সহায়ক হতে পারে। সভায় উপস্থিত স্থানীয় সমাজপতি ও জনপ্রতিনিধিরাও মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। আলোচনা শেষে মাদকমুক্ত সমাজ গঠনের জন্য বিশেষ দোয়া করা হয়।
সংবাদ শিরোনাম ::
রামপুরায় ইয়াবা ও নেশা প্রতিরোধে রমজানের প্রভাব শীর্ষক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়
-
মোহাম্মদ ইসমাঈল হোসেন স্টাফ রিপোর্টার
- আপডেট সময় ০৯:৩১:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫
- ৫৩০ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ