শিশুদের সুরক্ষায় সবাই সচেতন হতে হবে ইমরান আহমদ,গোয়াইনঘাট প্রতিনিধিঃ শিশুরাই আগামীর ভবিষ্যৎ। তাদের সকল বিষয়ে সুরক্ষা দিতে সচেতন হতে হবে।শিশুদের সেবাপ্রাপ্তির বিষয়ে তথ্য জানতে হবে এবং জানাতে হবে। গোয়াইনঘাটে ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে ” পুলিশ স্টেশনের সাথে শিশুকল্যাণবোর্ড গঠণে জনগনের সম্পৃক্তকরণের মাধ্যমে সিভিএ প্রারম্ভিক সভায় বক্তারা এমন আশা ব্যাক্ত করেন। ১৯ মার্চ মধ্যাহ্নে গোয়াইনঘাট এপিতে ঝলমল মরিয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন ,উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সচিব সাংবাদিক আব্দুল মালিক,চাইল্ড প্রটেকশন অফিসার দিপঙ্কর, মনিটরিং অফিসার তপনশাহা,পুলিশ কর্মকর্তা এসআই শহিদুল ইসলাম রিপোর্টার্স ক্লাবের সাঃ সম্পাদক ইমরান আহমদ,গ্রামউন্নয়ন কমিটির সভাপতি শিক্ষক নূরুলহুদা,মহিলা বিষয়ক কার্যালয়ের জেন্ডার প্রমোটার রুকেয়া বেগম,ও চাইল্ড ফোরামের নেতৃবৃন্দ। ছবিঃ গোয়াইনঘাটে ওয়ার্ল্ড ভিশন আয়োজিত সিভিএ সভার চিত্র।
সংবাদ শিরোনাম ::
গোয়াইনঘাটে সিভিএ ‘র’ প্রারম্ভিক সভা
-
আমাদের মার্তৃভূমি ডেস্ক :
- আপডেট সময় ০৪:৫৭:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫
- ৫৩৬ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ