সামিয়া চৌধুরী একজন তরুণ প্রজন্মের সংগীতশিল্পী । তার প্রকাশিত একশত-এর বেশকিছু মৌলিক গান এবারের ঈদের উপলক্ষে বাংলাদেশ বেতার ও টেলিভিশন তালিকা ভুক্ত গীতিকার সুরকার দীন মোজাহিদ আলী লেখা গান নিয়ে আসছেন গানের ভিডিও বানিয়েছেন এই সময়ে জনপ্রিয় ডিরেক্টর আপন আহমেদ রানা গানটির মিউজিক করছেন তরুণ প্রজন্মের আইডল তাহমিনা ফোক স্টুডিও মোহাম্মদ রিহন শাহ , গানটি সামিয়া অফিসিয়াল ইউটিউবে চ্যানেলে ভিডিও আকারে প্রকাশিত হবে শিল্পী সামিয়া চৌধুরী বলছেন এই সময়ে উপযোগী লেখা গান লিখেছেন বাংলাদেশ বেতার সিলেট ও টেলিভিশন তালিকা ভুক্ত গীতিকার দীন মোজাহিদ আলী সাহেব সত্যি দারুণ কথা ওনার লিখুন প্রংশসা করতে হয় ।
সংবাদ শিরোনাম ::
ফোক গান নিয়ে সংগীত শিল্পী সামিয়া চৌধুরী
-
প্রিয়া চৌধুরী
- আপডেট সময় ০১:০০:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫
- ৫৫৭ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ