কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার উত্তর ব্যাপারীহাট, নিলুর খামার গ্রামে একটি ভুট্টা খেতে ভারসাম্যহীন এক মুক্তিযোদ্ধার কন্যা কে জোরপূর্বক ধর্ষণের অভিযোগে এলাকাবাসীর হাতে আটক হয়েছেন যুবক বাবর আলী এক যুবক। ১৮ মার্চ (মঙ্গলবার) সকাল ১১.০০ টায় নাগেশ্বরী, উত্তর ব্যাপারীহাট, নীলুর খামার,সূর্যের কুটির,নামক স্থানে এই ঘটনা ঘটে বলে জানা গিয়েছে।
স্থানীয় মো:ছইফুল ইসলামের তৃতীয় পুত্র, মোঃ বাবর আলী, ধরকা নদীতে মাছ ধরতে যায় আর সেখানে একই গ্রামের মুক্তিযোদ্ধা মোঃ জহুরুল হকের প্রথম কন্যা মানসিক ভারসাম্যহীন হাসিনা খাতুন নদীতে মাছ কুড়াতে য়ায় সেখানে বাবর আলী ফুসলিয়ে সেকেন্দার আলীর ভুট্টা খেতে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে। হাসিনা পাগলী চিল্লাচিল্লি করলে, স্থানীয় লোকজন বাবর আলীকে আটক করে গাছের সঙ্গে বেঁধে ‘উত্তম মাধ্যম’ দেয়। ঘটনাস্থলে পুলিশ আসলে স্থানীয় লোকজন ধর্ষণকারীকে পুলিশে সোপর্দ করেন।
এ বিষয়ে জানতে চাইলে নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দৈনিক আমাদের মাতৃভূমি কে নিশ্চিত করেন,খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ যায় ধর্ষককে গ্রামবাসীর হাত থেকে উদ্ধার ও আটক করে প্রাথমিক জিজ্ঞাসা বাদে সে নিজের অপরাধ স্বীকার করেন। যথারীতি আসামির বিরুদ্ধে ৯/১ ধারায় মামলা রুজু করা হয়েছে নাগেশ্বরী থানার মামলা নাম্বার ১২ তাং১৮/৩/২৫ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।