সিলেটের গোয়াইনঘাট উপজেলার সদর ইউনিয়নে অন্তর্গত গোয়াইন নদীর পার দখল করে অবৈধভাবে গড়ে তোলা হচ্ছে তিনতলা বিশিষ্ট ভবন।
সরেজমিন গিয়ে দেখা যায়, উপজেলা সদরের গোয়াইন বাজারের খেয়াঘাট এর দক্ষিণ পাশে সরকারি নদীর জায়গা দখল করে তিনতলা বিশিষ্ট ভবন নির্মাণের কাজ করছেন মনির উদ্দিনসহ একাধিক ব্যক্তি। রাতভর সেখানে অবস্থান করে দেখা যায় বেপরোয়া ভাবে রাতের আধারে চলে নির্মাণ কাজ।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানায়, প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ভবন নির্মাণ চলছে দীর্ঘ দিন থেকে। দীর্ঘদিন ধরে সরকারী সম্পত্তি এভাবে দখলের প্রতিযোগিতা চলে আসলেও সংশ্লিষ্ট দপ্তরগুলো নীরব ভূমিকায় রয়েছে বলে এলাকার সচেতন মহলের অভিযোগ। কিন্ত রহস্যজনক কারণে রাতের আধারে চলছে ভবন নির্মাণের কাজ।
এ বিষয়ে মনির উদ্দিনের কাছে জানতে চাইলে তিনি বলেন,সরকারি জায়গায় ভবন নির্মাণের কথা স্বীকার করে বলেন প্রশাসনের অনুমতি নিয়েই ভবন নির্মাণের কাজ করছি।
এ ব্যাপারে জানতে চাইলে গোয়াইনঘাটের সহকারী কমিশনার( ভূমি) মোঃ সাইদুল ইসলাম বলেন, সরকারি জায়গায় অবৈধ ভাবে ভবন নির্মাণের খবর আপনার মাধ্যমে জানতে পেরেছি। কিন্তু খেয়াঘাট নামক স্থানে কেউ ভবন নির্মাণের জন্য অনুমতি নেয় নি। সম্পূর্ণ অবৈধ ভাবে দখল করে ভবন নির্মাণ করছেন।প্রশাসনের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার রতন কুমার অধিকারী বলেন,বিষয়টি সম্পর্কে অবগত নই আপনার মাধ্যমে জানতে পেরেছি। অবৈধ দখলদারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।