গাইবান্ধার জেলার গোবিন্দগঞ্জে উপজেলার পশ্চিম পগইল গ্রামে ৬৫ বছরের বৃদ্ধ কর্তৃক ১০ বছরের শিশু(চতুর্থ শ্রেণীর ছাত্রী)ধর্ষণের অভিযোগ উঠেছে।
মামলা সূত্রে জানা যায়, গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার পগইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৪র্থ শিক্ষার্থী (ছদ্মনাম)রুপালি খাতুন (১০) গত ১২/০৩/২০২৫ ইং তারিখে রাত্রি অনুমান-৮টা সময় বাড়ির পূর্ব পার্শ্বে প্রকৃতির ডাকে টয়লেটে যায়।টয়লেট শেষে বাহির হইলে ওত পেতে থাকা ডিপটি ফকির শিশুটির মুখ চেপে ধরে উত্তর পার্শ্বে সামান্য দূরে খড়ের পুঞ্জির চিপায় নিয়ে শিশুটির পায়জামা খুলে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। এক পর্যায়ে শিশু কন্যাটি মুখ থেকে আসামীর হাত সরে গেলে তার ডাক -চিৎকারে করিতে থাকিলে,বাড়ির এবং স্থানীয় লোকজন এগিয়ে আসলে মেয়েটিকে ছেড়ে দিয়ে আসামি পালিয়ে যায় পালাইয়া যায়। পরবর্তীতে ট্রিপল ৯৯৯ সহযোগিতায় উক্ত অভিযুক্ত ৬৫ বছরের বৃদ্ধকে গ্রেপ্তার করেন গোবিন্দগঞ্জ থানা পুলিশ।
এ বিশেষ শিশুটির বাবা দৈনিক আমাদের মাতৃভূমি কে নিশ্চিত করেন, আমার মেয়ে প্রকৃতির ডাকে বাহিরে গেলে পার্শ্ববর্তী ডিপটি ফকির কর্তৃক এমন নির্যাতনের শিকার হবে কখনো ভাবিনি এত ছোট বাচ্চা তবুও তাদের কিসের লালসা এদের আমি বিচার চাই।
এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার উপ-পুলিশ পরিদর্শক দৈনিক আমাদের মাতৃভূমিকে নিশ্চিত করেন, আমরা ৯৯৯ থেকে খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ওসি স্যারের নির্দেশে ঘটনা স্থলে যাই এবং অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করি এবং আইন বিধান মোতাবেক যথারীতি জেল হাজতে প্রেরণ করি।